তীব্র যানজটের অবসান। অবশেষে শুক্রবার থেকে খুলে দেওয়া হল সাতরাগাছি সেতু (Santragachi Bridge)। নির্ধারিত সময়ের আগেই সেতু মেরামতির কাজ শেষ হয়ে গিয়েছে। ফলে বড়দিনের আগেই খুলে দেওয়া হল সাঁতরাগাছি সেতু। শুক্রবার সকাল থেকেই সেতু খোলার পর কলকাতায় ঢোকা এবং বেরোনো দু'দিকেই স্বাভাবিক যান চলাচল লক্ষ্য করা গিয়েছে।
গত ১১ নভেম্বর থেকে সাতরাগাছি সেতু মেরামতির কাজ শুরু হয়। যার জেরে যান চলাচলে নিয়ন্ত্রণ আনা হয়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল পণ্যবাহী গাড়ির যাতায়াত। ফলে, তীব্র যানজটে গত এক মাস ধরে সমস্যার সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। টানা একমাস পর শুক্রবার ফের সাঁতরাগাছি সেতু খুলে দেওয়ায় স্বস্তিতে নাগরিকরা।
আরও পড়ুন- শানের অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, উত্তরপাড়ার কলেজ ফেস্টে- আহত হয়ে হাসপাতালে দুই পড়ুয়া
মুখ্যমন্ত্রীর নির্দেশে বড়দিনের আগে ব্রিজ খুলতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করে PWD। নির্ধারিত সময়ের ৮ দিন আগেই পুরোপুরি খুলে দেওয়া হল সাঁতরাগাছি ব্রিজ (Santragachi Bridge) | বলাই বাহুল্য, বড়দিন মানেই উৎসবের মরসুম। স্বাভাবিক ভাবেই এই সময় কলকাতার রাস্তাঘাটে ভিড় বাড়ে। নবান্ন সূত্রে খবর, শহরবাসীর দুর্ভোগ এড়াতেই খুলে দেওয়া হয়েছে এই সেতু।