পুজোর ভিড় কমাতে মণ্ডপে ঢোকার ২ টি রাস্তা বন্ধ করল পুলিশ! অভিযোগ সন্তোষ মিত্র স্কোয়ারের। পুলিশের বিরুদ্ধে রাস্তা আটকে রাখার অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। প্রতিবাদে মণ্ডপের সমস্ত আলো নিভিয়ে দিলেন সজল ঘোষ।
পুলিশ ব্যবস্থা না নিলে প্রতিবাদ চলবে, হুঙ্কার সজল ঘোষের। পরিস্থিতি খতিয়ে দেখতে সপ্তমীর রাতে সন্তোষ মিত্র স্কোয়ারে গেলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়।
আমহার্ট স্ট্রিট ও শিয়ালদহ থেকে যে দুটি রাস্তা সন্তোষ মিত্র স্কোয়ারে আসে সেই রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে সন্তোষ মিত্র স্কোয়ারের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয় সপ্তমীর রাতে।
লাস ভেগাসের 'স্ফিয়ারে'র আদলে তৈরি লেবুতলা পার্কের পুজোর মণ্ডপ, যার প্রধান আকর্ষণ বহুমাত্রিক শো – 11D! মহালয়ার পর থেকেই মণ্ডপ দেখতে ভিড় বাড়ছিল দর্শনার্থীদের। আরজি কর কাণ্ডের আবহেই পুজো এসেছে, সেই পরিস্থিতিতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় 'উই ওয়ান্ট জাস্টিস' লেখা চোখে পড়েছে সজল ঘোষের পুজোয়। ছাড়াও মন্দপের ৩ ডি শো, লাইটিং, সবেতেই ছিল আরজি কর কাণ্ডের প্রতিবাদের ছোঁয়া।
বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো হিসেবে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মানেই চমক। গত বছর রামমন্দিরের থিম দর্শকসংখ্যার সব রেকর্ড ভেঙে দিয়েছিল। এবারেও সপ্তমী পর্যন্ত ভিড় উপচে পড়েছে মণ্ডপে৷ সপ্তমীর সকালেই লেবুতলা পার্কের মণ্ডপ ঘুরে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।