তিনি অপরাধী নন। বৃহস্পতিবার বিকালে আদালত থেকে বেরিয়ে পুলিশের ভ্যানে ওঠার সময় সংবাদমাধ্যমের সামনে এমনটাই দাবি করলেন রোদ্দুর রায় (R0ddur Roy)।
সম্প্রতি কেকে-র (KK Singer) মৃত্যু ও রূপঙ্করের (Rupankar) বিতর্কিত ফেসবুক লাইভ নিয়ে ভিডিয়ো ব্লগে নিজের প্রতিক্রিয়া দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee) বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশ রোদ্দুরকে গোয়া থেকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। তুমুল হইহট্টগোলের মধ্যে শুনানির পর আদালত রোদ্দুরকে ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
Roddur Roy's Police custody: ৬ দিনের পুলিশি হেফাজতে রোদ্দুর রায়, নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের
আদালতের নির্দেশের পর এদিন রোদ্দুর যখন পুলিশের ভ্যানে উঠছিলেন তখন সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন। তাঁকে ফাঁসানো হয়েছে কি না এই প্রশ্নের উত্তরে রোদ্দুর ভ্যানের বন্ধ দরজার ভিতর থেকে চেঁচিয়ে বলেন, ‘‘আই অ্যাম নট আ ক্রিমিনাল।’’ বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে প্রায় পৌনে তিন ঘণ্টা ছিলেন রোদ্দুর। তাঁকে নিয়ে যখন পুলিশের ভ্যান আদালত চত্বরে ঢুকছে তখন তাঁর নাম ধরে চিৎকার করছিলেন সেখানে উপস্থিত অনুরাগীরা। রোদ্দুরও তাঁদের উদ্দেশে হেসে হাত নাড়েন। শুনানির সময় রোদ্দুরের বিতর্কিত মন্তব্য এবং তাঁকে জামিন দেওয়া উচিত কি না, তা নিয়ে সরকার পক্ষের আইনজীবী এবং রোদ্দুরের আইনজীবীদের মধ্যে তুমুল বাদানুবাদ চলে। শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে আসা রোদ্দুরের কাছে তাঁর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। উত্তরে রোদ্দুর আঙুল তুলে বলেন, ‘‘শিল্প এবং রাজনীতিকে গুলিয়ে ফেলা হচ্ছে।’’