একই সময়ে বড়সড় ডাকাতির ঘটনা ঘটল গয়না বিক্রয়কারী একটি সংস্থায় দুটি শোরুমে। ওই সংস্থার পুরুলিয়া এবং রানাঘাটে দুটি আউটলেটে ডাকাতি হয়েছে। গয়না নিয়ে পালিয়ে যাওয়ার সময় গুলিও চালিয়েছে ডাকাত দলের সদস্যরা।
সংস্থার তরফে জানানো হয়েছে, দুপুর দেড়টা নাগাদ দুটি শোরুমে ডাকাতরা ঢোকে। কিছুক্ষণের মধ্যেই হীরে ও সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা। রানাঘাট শো-রুম থেকে পালানোর সময় গুলিও চালায়। ওই দুটি আউটলেটই ফ্রানচাইজি স্টোর বলে জানা গিয়েছে। ইতিমধ্যে কয়েকজন ডাকাতকে গ্রেফতারও করা হয়েছে।
পুরুলিয়ায় ওই সংস্থার শো-রুম রয়েছে নমোপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেসময় ৭ জনের একটি ডাকাত দলের সদস্য গ্রাহক সেজে ওই শোরুমে ঢোকে। তারপর তারা সোনা ও হীরের গয়না নিয়ে চম্পট দেয়। পালানোর সময় CCTV -র হার্ডডিস্কও নিয়েও পালিয়ে যায়। জানা গিয়েছে পুরুলিয়ার স্টোর থেকে ৮ কোটি টাকার সামগ্রী নিয়ে পালিয়েছে ডাকাত দলটি।
Read More- রাখীর উপহার প্রধানমন্ত্রীর, ২০০ টাকা করে দাম কমছে LPG সিলিন্ডারের
অন্যদিকে রানাঘাটেও একই ভাবে ঢোকে ডাকাত দলের সদস্যরা। তারাও গয়না সহ একাধিক সামগ্রী নিয়ে চম্পট দেয় তারা।