Sandip Ghosh: চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস! সন্দীপ ঘোষের প্রেসক্রিবশনে থাকত না নাম-রেজিস্ট্রেশন নম্বর!

Updated : Sep 12, 2024 15:53
|
Editorji News Desk

আরজি কর মেডিক্যাল কলেজে ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনায় সারা রাজ্য তোলপাড়। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে রোজই নতুন কোনও না কোনও তথ্য সামনে আসছে। এবার সিবিআই স্ক্যানারে সন্দীপের প্রাইভেট প্র্যাকটিস! সেখানকার প্রেসক্রিবশনে সন্দীপের রাজিস্ট্রেশন নম্বরের উল্লেখ থাকত না বলেই অভিযোগ। এমন কী পুরো নামও নাকি থাকত না, বদলে উল্লেখ থাকত ডঃ এস ঘোষ। 

সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হয়েও চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করতেন সন্দীপ ঘোষ! অভিযোগ সন্দীপ ঘোষ একাধিক জায়গায় রোগী দেখতেন। সন্দীপের এই প্রাইভেট প্র্যাকটিস এখন সিবিআই স্ক্যানারে। কোথায় কত রোগী দেখতেন, কত টাকা ফিজ নিতেন, প্রাইভেট প্র্যাকটিস থেকে সন্দীপের কত আয় হত, সব খতিয়ে দেখা হচ্ছে। 

সন্দীপের প্রেসক্রিপশনে রেজিস্ট্রেশন নম্বরের উল্লেখ থাকত না বলেই অভিযোগ ৷ অথচ ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর ছাড়া প্রেসক্রিবশন দেওয়ার কথাই নয়। বারুইপুর থেকে সংগ্রহ করা প্রেসক্রিপশনেই স্পষ্ট, ৮ অগাস্ট অর্থাৎ, চিকিৎসক তরুণীর দেহ উদ্ধারের আগের দিনও বারুইপুরের ক্লিনিকে রোগী দেখেন সন্দীপ ঘোষ। সিবিআইয়েরও দাবি, দেহ উদ্ধারের আগের দিন বারুইপুরে দেখা গিয়েছে সন্দীপের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন। গত কয়েক মাসে বারুইপুরের স্টেশন লাগোয়া এলাকায় বারবার সন্দীপের ফোনের টাওয়ার লোকেশন দেখা গেছে।

সম্প্রতি সন্দীপের বিরুদ্ধে হংকং-এর এক পুরুষ নার্সকে বছর সাতেক আগে যৌন হেনস্থার অভিযোগের খবর নতুন করে সামনে এসেছে। এবার সন্দীপের ল্যাপটপ ঘেঁটে সিবিআই আধিকারিকরা একাধিক পুরুষের নগ্ন ছবি পেয়েছেন বলে খবর। এ ছাড়াও বহু আর্থিক লেনদেনের এক্সেল শিট পাওয়া গিয়েছে ল্যাপটপ থেকে। সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে। সন্দীপের বাড়ি নয়, সন্দীপের এক আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ল্যাপটপটি। 

২০১৭ সালে হংকং এর এক হাসপাতালের এক পুরুষ নার্স দাবি করেন, সন্দীপ ঘোষ তাঁর পোষাক পরিবর্তনের সময় ঘরে ঢুকে নিতম্ব স্পর্শ করে জিজ্ঞেস করেন, 'ডু ইউ লাইক ইট'। সন্দীপের দাবি ছিল শোল্ডার ডিসলোকেশন কীভাবে ঠিক করতে হয়, তা শেখানোর সময় অনিচ্ছাকৃত ভাবে তাঁর হাত ওই নার্সের নিতম্ব ছুঁয়ে যায়। তাঁর আরও দাবি, শোল্ডার ফিক্স করার পদ্ধতি শিখিয়ে তিনি বলেছিলেন 'ডু ইট লাইক দিস', সেটি নাকি ভুল বোঝেন ওই নার্স। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সমপ্রেমী কিনা, তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক সব চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসার পর থেকে তাঁর শাস্তির দাবিতে সরব হয়েছেন সন্দীপের এককালের সহপাঠীরা।  বনগাঁ উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র হিসেবেই পরিচিত ছিলেন সন্দীপ ঘোষ। কৃতিদের তালিকার বোর্ডে জ্বলজ্বল করত তাঁর নাম। কিন্তু সেই তালিকা থেকে সন্দীপের নাম মুছে দেওয়ার জন্যে স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখিত আবেদন জানান তাঁরই প্রাক্তন সহপাঠীরা। তাঁদের বক্তব্য, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই স্কুলকে সন্দীপ ঘোষের নামে তাঁরা চিনতে চান না। সন্দীপের শাস্তির দাবিতে পথে নেমেছেন তাঁরা। সহপাঠীদের সকলেই একবাক্যে স্বীকার করেছেন, ছাত্র হিসেবে রীতিমতো মেধাবী ছিলেন সন্দীপ। ১৯৮৯ সালে জয়েন্ট পাশ করে আরজি করে ডাক্তারি পড়তে ঢুকেছিলেন। কিন্তু বন্ধু কবে এতটা বদলে গেল, তার আঁচও পাননি সন্দীপের স্কুল কলেজের সহপাঠীরা। 

আরজি করের ঘটনা সামনে আসার পর থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ৫ দফা দাবির অন্যতম ছিল, সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। সেই দাবি মেনে ৩ অগাস্ট সন্দীপকে সাসপেন্ড করে রাজ্য। রাজ্যের তরফে সাসপেন্ড করার অর্থ, পশ্চিমবঙ্গের কোনও সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন সাসপেন্ড করে দিয়েছে সন্দীপকে। 

লাগাতার ১৬ দিন জেরার পর আরজি কর কাণ্ডে আর্থিক অনিয়মের অভিযোগে ১ সেপ্টেম্বর সন্দীপকে গ্রেফতার করে সিবিআই, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত হয়েছে সন্দীপের। 

গত শুক্রবার সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা খেয়েছেন সন্দীপ। আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সন্দীপের সেই আবেদন খারিজ করে শুনানিতে শীর্ষ আদালত জানায়, যে মামলায় তিনি নিজে অভিযুক্ত হয়ে সিবিআই হেফাজতে, সেই মামলা নিয়ে আপত্তি জানানোর কোনও এক্তিয়ার সন্দীপের নেই। 


 

RG Kar Case

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর