আর জি কর কাণ্ডে নির্যাতিতার ময়নাতদন্তে স্বচ্ছতা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছে । রাজ্যের বিরুদ্ধে ময়নাতদন্তের রিপোর্ট তৈরির সময় গাফিলতির অভিযোগ উঠেছে । পাল্টা তৃণমূলের তরফে নথি প্রকাশ করে দাবি করা হয়, ময়নাতদন্তের নথিতে জুনিয়র ডাক্তারদের সাক্ষর ছিল । সেক্ষেত্রে দায় তাঁদেরও । এবার সাংবাদিক বৈঠক করে পাল্টা জুনিয়র ডাক্তররা দাবি করলেন, সোশ্যাল মিডিয়ায় ময়নাতদন্তের বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে । যার তীব্র নিন্দা করেছেন তাঁরা । তবে, ময়নাতদন্তের নথিতে তাঁদের সই ছিল বলে স্বীকার করেছেন জুনিয়র ডাক্তাররা । সেক্ষেত্রে ময়ানতদন্তের স্বচ্ছতা-অস্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের নয়। স্পষ্ট করে দিয়েছেন তাঁরা ।
জুনিয়র ডাক্তারদের সাংবাদিক বৈঠকে কিঞ্জল নন্দ বলেন, "৯ অগস্ট সকালে আমরা খবর পাই চেস্ট বিভাগের সেমিনার রুমে এক জন পিজিটি দ্বিতীয় বর্ষের ছাত্রী আত্মহত্যা করেছে । বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বুঝতে পারি আত্মহত্যা নয়, ধর্ষণ এবং খুন। তবে অভয়ার ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে যে বিভ্রান্তিকর খবর ছড়ানো হয়েছে, সেই নিয়ে আমরা কিছু বলতে চাই । আমরা চেয়েছিলাম, কোনও ভাবেই যেন ওই ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া না হয় ।"
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফন্ট্রের তরফে কিঞ্জলের অভিযোগ, ময়নাতদন্ত নিয়ে সমাজমাধ্যমে কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ওই চিকিৎসকের ময়নাতদন্ত হয়েছিল বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে। ম্যাজিস্ট্রেট, পুলিশের উচ্চ আধিকারিকদের উপস্থিতিতে ময়নাতদন্ত হয়। ওখানে জুনিয়র ডাক্তারদের সই থাকলেও ময়নাতদন্তের স্বচ্ছতার দায় তাঁদের উপর বর্তায় না ।