Royal Bengal Tiger : পড়ে রইল টোপ ! গালে হাত দিয়ে বাঘিনীর অপেক্ষায় বান্দোয়ান

Updated : Dec 24, 2024 17:13
|
Editorji News Desk

দর্শন নেই, শুধু গর্জন রয়েছে !

বান্দোয়ানের রাইকা পাহাড়ের কোলে সার দিয়ে বসে রয়েছেন বন কর্মীরা। সম্বল শুধু অপেক্ষা। যে অপেক্ষা শুরু হয়েছিল আটচল্লিশ ঘণ্টা আগে থেকেই। গরু, মোষ, ছাগল, অনেক কিছু রাখা আছে। কিন্তু বাঘিনী কোথায় ? ওর খিদে পায়নি ! 

বন কর্মীদের প্রশ্ন, সেই কবে থেকে তো চিরুডির জঙ্গলে সে গা ঢাকা দিয়েছে। ভিতরে কী করছে কে জানে ? চিন্তা তো বাড়ছে। কারণ, ঝাড়গ্রামের জঙ্গলে তার জন্য খাবার রয়েছে অনেক। চিরুডি নাকি সেই রসদ নেই বলেই দাবি বন দফতরের। তাহলে কী উপোস করে জঙ্গলে গা ঢাকা দিয়েছে এই বাঘিনী ? 

আহা কত ভাল ছিল জীবনটা। গত নভেম্বর গাড়ি চেপে বন্ধুদের সঙ্গে অন্ধ্রপ্রদেশ থেকে ওড়িশা যাচ্ছিল তারা। নতুন জঙ্গল, নতুন পরিবেশ, নতুন বন্ধু হবে, এই ভেবেই যমুনা ও জিনাত-সহ আর আট বাঘকে নিয়ে সিমলিপাল আসছিলেন বন কর্মীরা। 

বিপত্তি শুরু এখান থেকে...। 

ওড়িশা বন দফতর সূত্রে জানা গিয়েছে, সিমলিপালে আসার আগেই নাকি দলছুট হয়ে যায় জিনাত এবং যমুনা। কী ভাবে তারা দলছুট হয়েছিল, তা এখন তদন্তের বিষয়। জানা যায়, সিমলিপাল থেকে হাঁটা শুরু করে দুই বন্ধু জিনাত ও যমুনা। 

তারপর কী হল...

ওড়িশা থেকে প্রথমে খবর যায় ঝাড়খণ্ডে। ব্যারিকেড করে একজনকে অ্যারেস্ট করে ঝাড়খণ্ডের বন দফতর। জিনাত না যমুনা, গ্রেফতার কে ? তা এখনও স্পষ্ট নয়। কারণ, রেডিও কলার না থাকায় কে যমুনা আর কে জিনাত, তা এখনও পরিস্কার হচ্ছে না। 

যদিও, রাজ্যের বন দফতরের দাবি, বান্দোয়ানের চিরুডির জঙ্গলে লুকিয়ে রয়েছে জিনাত। বন কর্তাদের মতে, ওড়িশা থেকে তার ব্যাপারে ইনফরমেশন দেওয়া হয়েছে, তাতে নাকি সবকিছু হুবহু মিলে যাচ্ছে। কী মিলল না আর কী মিলল না, তা নিয়ে কে চিন্তা করে ? 

চিন্তা একটাই... টোপ গিলবে কী এই বাঘিনী ? নাকি বাড়বে চিন্তা আর হা-পিত্যেস ! তাই বান্দোয়ানের এখন গালে হাত। 

Royal Bengal Tiger

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর