পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ বলে অপপ্রচার করা হচ্ছে। এই নিয়ে পাল্টা লালবাজারে অভিযোগ দায়ের করলেন অধ্যাপিকা সোমা বন্দ্যোপাধ্যায় (Soma Bandopadhyay)। সোশ্যাল মিডিয়ায় তাঁর নামে অপপ্রচারের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
জানা গিয়েছে, দি ওয়েস্ট বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাডমিনিস্ট্রেশন অ্য়ান্ড প্ল্যানিং ও রাজ্য সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়। এছাড়া ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়েও (Diamond Harbor Women University) উপাচার্য পদে আছেন তিনি। অধ্যাপিকার অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে তাঁর নামে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। অভিযোগ, তিনি পার্থ ঘনিষ্ঠ হওয়ার কারণেই প্রভাব খাটিয়ে টিচার্স ট্রেনিং বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদ পান। এর আগে তাঁর জায়গায় ভিসি ছিলে ড. মিতা বন্দ্যোপাধ্যায়। যদিও সোমা বন্দ্যোপাধ্যায়ের দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। একটি বিশেষ গোষ্ঠী তাঁর নামে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানোর চেষ্টা করছেন বলে দাবি করেছেন তিনি। এই নিয়েই লালবাজারে অভিযোগ দায়ের করেছেন তিনি।
আরও পড়ুন: বেলঘরিয়ার ফ্ল্যাটেও 'টাকার পাহাড়', অর্পিতার দুটি ফ্ল্যাট মিলিয়ে উদ্ধার ৫০ কোটি
এর আগে মোনালিসা দাস (Monalisa Das) নামে আরও এক অধ্যাপিকার নাম প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ আসে, তিনিও পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। তিনিও প্রভাব খাটিয়ে অধ্যাপিকা হতে চেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। যদিও যোগ্যতা না থাকায় সেই পদ পাননি। বর্তমানে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিনি। মোনালিসা জানান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে একজন শিক্ষকের যা সম্পর্ক, তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সেই সম্পর্ক।