মুখ্যমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় 'আপত্তিকর' মিম বানানোর অভিযোগ। নদিয়া থেকে গ্রেফতার বছর তিরিশের এক যুবক। কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা, গোয়েন্দা বিভাগ এবং তারাতলা পুলিশের অভিযানে ধরা হয় অভিযুক্ত তুহিন মণ্ডলকে।
সোমবার তারাতলা থানার সাইবার সেলে অভিযোগ দায়ের করেন সাগর দাস নামের এক যুবক। তাঁর অভিযোগ ছিল, একাধিক ইউটিউব চ্যানেলে মুখ্যমন্ত্রীর বক্তৃতার অংশ কেটে নিয়ে আপত্তিকরভাবে পরিবেশন করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, এই ধরনের ঘটনা থেকে রাজ্যে হিংসা ছড়িয়ে পড়তে পারে। এরপরেই নড়েচড়ে বসে পুলিশ। যুবকের অভিযোগের ভিত্তিতে ‘টিকটকার প্রচেতা’, ‘দ্য ফ্রেন্ডস ক্যাম্পাস’, ‘পুজা দাস ৯৮’, ‘টোটাল ফান বাংলা’ সহ একাধিক ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।
আরও পড়ুন- Haldia Bus Accident: সাত সকালে ঘুম ভাঙল আর্ত চিৎকারে, হলদিয়ায় যাত্রী সমেত বাস গিয়ে পড়ল পুকুরে
মঙ্গলবার নদিয়ার তাহেরপুরের পারুয়া থেকে গ্রেফতার করা হয় এই যুবককে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর মোবাইল ফোন। বাকিদের বিরুদ্ধেও শুরু হয়েছে জোরদার তল্লাশি।