মুর্শিদাবাদের খড়গ্রামের পর এবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। ফের বোমা বাঁধতে গিয়ে এক জনের মৃত্যুর অভিযোগ উঠল। এই ঘটনায় গুরুতর জখম আরও দু জন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় তিতকুমার গ্রামের একটি বাড়ি থেকে প্রথমে বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথমে যান গ্রামবাসীরা। ঘটনাস্থল থেকে তারা তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এরপর গ্রামে ঢোকে পুলিশের বিশাল বাহিনী। ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামে ঘিরে আছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, স্থানীয় মণিরুল খাঁয়ের বাড়ি থেকেই এই বিস্ফোরণের শব্দ পান গ্রামবাসীরা। ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তিন দেহ। তিন জনকেই দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার পরেই স্থানীয় ভাবে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক কাজিয়া।
বিজেপির অভিযোগ, পঞ্চায়েত ভোট আগে তৃণমূলের বোমার মজুত ভান্ডারে এই কাজ চলছিল। তৃণমূলের পাল্টা দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। এদিকে পুলিশের দাবি, এর আগেও মণিরুলের বাড়িতে বোমা বাঁধার অভিযোগ উঠেছিল।