স্বস্তির কালবৈশাখী উপকূলে। বুধবার বিকেলে হঠাৎ কালো করে আসে দিঘার আকাশ। খানিকক্ষণের ঝড়ে স্বস্তি ফিরেছে সৈকত শহরে। ঝড়ে জেরে বেশ কিছু এলাকায় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়ে ফলে আটকে পড়েন অনেক পর্যটক। বিপাকের মধ্যে পড়েন স্থানীয় ব্যবসায়ীরাও। দিঘার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনেও ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দিঘার এই ছবি দেখার পর এখন অপেক্ষায় বাকি জেলাগুলি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী রবি ও সোমবার রাজ্যের পরিস্থিতি বদলাতে পারে। যদিও মৌসম ভবনের পূর্বাভাসে দাবি, আরও চারদিন রাজ্যে তাপপ্রবাহ বইবে।
তবে দিঘার এদিনের ঘটনাকে বিক্ষিপ্ত বলতে রাজি নয় হাওয়া অফিস। আলিপুর জানিয়েছে, এর প্রভাব পড়তে পারে দক্ষিণ ২৪ পরগনাতে। বিশেষ করে, সুন্দরবন লাগোয়া অঞ্চলেও এই কালবৈশাখী হতে পারে বলে পূর্বাভাস।