বীরভূমের (Birbhum) রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামে (Bagtui) আগুন ঝলসে মৃত্যু হয়েছে সদ্য বিবাহিত এক দম্পতির। এমনটাই দাবি করেছে তাদের পরিবার। মাত্র দু'মাস আগে বিয়ে হয়েছে ওই যুবক-যুবতীর।
বগটুই গ্রামে শ্বশুরবাড়ি থেকে স্ত্রী৷ মর্জিনা বিবিকে আনতে গিয়ে নিখোঁজ হয়েছেন কাজি সাজিদুল রহমান। সাজিদুলের বাবা কাজি নুরুল জামালের দাবি, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে তাঁর ছেলে ও পুত্রবধূ রয়েছেন। সরকারি ভাবে যদিও এই দাবির স্বীকৃতি মেলেনি।
বীরভূম জেলারই নানুরের বাসিন্দা কাজি নুরুল। তাঁর দাবি, ছেলে ও বৌমার ঘরে অগ্নিসংযোগ করে তাঁদের খুন করা হয়েছে।
গত ১৮ জানুয়ারি সাজিদুলের সঙ্গে মর্জিনা বিবির বিয়ে হয়। নানুরের দান্যপাড়া গ্রামের বাসিন্দা ৩১ বছরের সাজিদুল সোমবার সকাল ৯টা নাগাদ নানুরের বাড়ি থেকে রামপুরহাটের বগটুই গ্রামের উদ্দেশে স্ত্রীকে আনতে রওনা হয়েছিলেন। দুপুর ১২টা নাগাদ বগটুইয়ে পৌঁছন তিনি।
রাত ৯টা নাগাদ এক বন্ধুকে ফোন করে সাজিদুল জানান, তাঁদের ঘরে আগুন লাগানোর চেষ্টা চলছে! গ্রামে পুলিশ পাঠাতে বলেন তিনি। এর পর পরিবার বা সাজিদুলের বন্ধুরা তাঁর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ সংবাদমাধ্যমে রামপুরহাট-কাণ্ডের কথা জানতে পারে সাজিদুলের পরিবার।