এবার NIA আধিকারিকদের বিরুদ্ধে পাল্টা শ্লীলতাহানির অভিযোগ দায়ের। ভূপতিনগর থানায় ধৃত তৃণমূল নেতার পরিবার NIA আধিকারিকদের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে। FIR দায়ের করে ঘটনার তদন্ত করছে পুলিশ।
শনিবার বিস্ফোরণের তদন্তে ভূপতিনগরে যায় NIA। স্থানীয় দুই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য গাড়িতে তোলার পরই NIA-এর গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। শনিবার ভূপতিনগর থানায় হামলার লিখিত অভিযোগ দায়ের করে NIA। এখনও সেই অভিযোগের ভিত্তিকে কাউকে গ্রেফতার করা হয়নি।
শনিবার বালুরঘাটের জনসভা থেকে এই নিয়ে প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর দাবি, রাতের অন্ধকারে কেন অভিযান করেছে NIA। গ্রামের মেয়েরা নিজেদের সম্মান বাঁচানোর জন্য পথে নেমেছে।