পুরুলিয়ার ঝালদায় (Jhalda) কংগ্রেস কাউন্সিলর (Congress Councillor death) খুনে গ্রেফতার তাঁরই ভাইপো দীপক কান্দু । পুরভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি । জানা গিয়েছে, সোমবারই তাঁকে আটক করে দফায় দফায় জেরা করা হয় । অবশেষে, মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয় ।
আগেই, কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে পরিবার । নিহত কাউন্সিলরের স্ত্রীর অভিযোগ, পুর নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই তৃণমূলে (TMC) যোগ দেওয়ার জন্য তাঁর স্বামীকে এবং তাঁকে চাপ দিচ্ছিলেন ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ । সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁদের ভয় দেখানো হয় বলেও অভিযোগ। এই বিষয়ে পুরুলিয়া পুলিশ সুপার এস সেলভা মুরুগানের কাছে চিঠি লিখে অভিযোগ দায়ের করেন নিহত নেতার স্ত্রী পূর্ণিমা কান্দু । সেই অভিযোগে তপনের দাদা নরেন কান্দু এবং ভাইপো দীপক কান্দু-সহ কয়েক জন তৃণমূল নেতার নাম ছিল ।
আরও পড়ুন, Jhalda Murder: ঝালদায় এবার আইসির বিরুদ্ধে অভিযোগ, পুলিশ সুপারের কাছে নালিশ নিহতের স্ত্রীর
রবিবার রাতে গুলি করে খুন করা হয় ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কংগ্রেস কাউন্সিলর তপনকে । ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি ।রবিবার রাতে গুলি করে খুন করা হয় ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কংগ্রেস কাউন্সিলর তপনকে। ওই ঘটনাকে কেন্দ্র করে আপাতত তোলপাড় চলছে রাজ্য জুড়ে।