আজ মহাসপ্তমী ( Maha Saptami) । ভোর থেকেই ঘাটে ঘাটে ভিড় । চলছে নবপত্রিকা স্নান । কলাবউ স্নানের মধ্যে দিয়ে শুরু হয় সপ্তমীর পুজো । কলকাতা থেকে জেলা সব জায়গায় একই ছবি । উৎসবের প্রথম দিন ভোর রাত থেকে জেলার বিভিন্ন অংশের নদী, পুকুরে নব পত্রিকার স্নান শেষে ঘট নিয়ে পুজো মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পুজো উদ্যোক্তারা।
সপ্তমীর ভোর থেকেই বাগবাজার (Bagbazar) ঘাটে ভিড় । পুরোহিতের মন্ত্রোচ্চারণ, নবপত্রিকা স্নান, তারপর ঘটে জল ভরে ঢাক বাজাতে বাজতে কলা বউ নিয়ে মণ্ডপে ফিরছেন একে একে । হিন্দু পুরাণ অনুযায়ী নবপত্রিকা আসলে দেবী দুর্গার ৯টি রূপ। ৯টি বৃক্ষ নিয়ে পুজো করা হয় । প্রতিটি গাছেই দেবী কোনও না কোনও রূপে অধিষ্ঠান করেন।
বাগবাজারেও শুরু হয়েছে মহাসপ্তমীর পুজো। নবপত্রিকা স্নান বলতে, প্রথমে কলাগাছে হলুদ মাখানো হয় । পরে সেটি নদীতে স্নান করানো হয় । এরপর শাড়ি পরিয়ে কলা বউকে মন্ডপে নিয়ে আসা হয় । তারপরই শুরু হয় মায়ের সপ্তমী পুজো ।
এবছর, তৃতীয়া থেকে রাস্তায় ঢল নেমেছে মানুষের । ষষ্ঠীর সন্ধ্যাতেও রাজপথে শুধু কালো মাথার সারি । উত্তর থেকে দক্ষিণ...বিভিন্ন পুজো মণ্ডপে এমনই ছবি দেখা গিয়েছে । সপ্তমীর রাতে ভিড় আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ।