Nabanna Security: রাজ্যের নজর এবার নবান্ন থেকেই, ভোটের আগেই তৈরি হচ্ছে মনিটারিং রুম

Updated : Nov 28, 2024 12:22
|
Editorji News Desk

রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা খতিয়ে দেখতে এবার বিশেষ মনিটারিং রুম তৈরি করছে রাজ্য সরকার। এর জন্য নবান্নের পাশেই একটি বিশেষ ভবন তৈরি করা হচ্ছে। সূত্রের খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই ওই বিশেষ কক্ষ চালু করা হবে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে একাধিক CCTV লাগানো হয়েছে। এবং সেগুলি স্থানীয় থানা থেকেই নজরদারি চালানো হয়। এবার থেকে আরও ভালোভাবে নজরদারি চালানোর জন্য বিশেষ মনিটারিং রুম তৈরি করা হচ্ছে বলে সূত্রের খবর। 

রাজ্যের বিভিন্ন ঘটনা বিশেষভাবে পর্যবেক্ষণের জন্য জেলার থানাগুলি থেকে রিপোর্ট তলব করে নবান্ন। এবং এরজন্য CCTV-ই একমাত্র ভরসা। তথ্যপ্রমাণের জন্যও CCTV ফুটেজ আদালতে পেশ করা হয়। কেন্দ্রীয়ভাবে একটি মনিটারিং রুম তৈরি হলে সেখান থেকে সারা রাজ্যের সমস্ত CCTV ফুটেজ মনিটর করা সম্ভব হবে। 

কোথায় এই মনিটারিং রুম তৈরি করা হচ্ছে? 
নবান্নের পাশেই একটি বিশেষ ভবন তৈরি করা হয়েছে। ওই ভবনেই তৈরি করা হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম। ওয়েবল এবং আরও দুটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে এই রুম তৈরি করা হচ্ছে। 

আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, চুরি-ডাকাতি সহ যে কোনও অপরাধের ঘটনা ঘটলে CCTV ফুটেজ সংগ্রহ করে পুলিশ। তার দায়িত্বে থাকে জেলা পুলিশ। তবে এবার পুরো ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে। আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও জোরদার করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং DG রাজীব কুমারের তত্ত্বাবধানে নবান্নের পুরো পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছে। অতিদ্রুত যাতে রাজ্যের যে কোনও প্রান্তের ছবি নবান্ন থেকে মনিটরিং করা যায় তার জন্যই এই পরিকল্পনা। 

২০২৬ সালের আগেই পুরো কাজটি সেরে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে একাধিক সমস্যাও রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। শহরাঞ্চলে CCTV থাকলেও অনেক গ্রামীণ অঞ্চলে এখনও CCTV লাগানো হয়নি। কয়েকটি এলাকায় আবার খারাপ হয়ে পড়ে রয়েছে। ফলে এই কেন্দ্রীয় মনিটারিং ব্যবস্থা চালু হলে CCTV গুলি দ্রুত সারানো প্রয়োজন। সূত্রের খবর, সেই কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তের CCTV-সম্পর্কেও খোঁজখবর নেওয়া হচ্ছে। 

Nabanna

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর