ঘটনায় জখম হলেন এক পুলিশ অফিসার। তাঁর নাম জয়ন্ত পাল। তিনি হুগলির চণ্ডীতলা থানার ওসি বলে জানা গিয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে এক মহিলাকে। পুলিশ অফিসারের সঙ্গে ওই মহিলা গাড়ি মধ্যে কি করছিলেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
বুধবার রাতে এই ঘটনা ঘটেছে হাওড়ার ঘোষপাড়ার পেট্রল পাম্পের সামনে। স্থানীয় বাসিন্দারা ওই পুলিশ অফিসারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। নিয়ে যান স্থানীয় হাসপাতালে। প্রাথমিক ভাবে, জানা গিয়েছে হাতে গুলি লেগেছে জয়ন্ত পালের।
স্থানীয়দের থেকে খবর পেয়ে মধ্য হাওড়ার ওই অঞ্চলে যায় ব্যাটরা ও শিবপুর থানার পুলিশ। একটি নীল রঙের গাড়ির মধ্যে ছিলেন চণ্ডীতলা থানার ওসি। সঙ্গে ছিলেন ওই মহিলা। তিনি তাঁর সঙ্গিনী নাকি অন্য কেউ, তা নিয়ে তদন্ত চলছে।