টাইব্রেকারে ম্যাচ গড়াক, চাননি মোহনবাগান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। পেনাল্টি শুটআউটে জয়ী টিমকেও ভাগ্যের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হয়। ফাইনালে ওঠার পরেও লক্ষ্য স্থির বাগানের কোচ অ্যান্তোনিও হাবাসের। তিনি জানালেন, এবার ট্রফি জয় ছাড়া দল আর কিছু ভাবছে না। হাবাসের মতে, "এবার আমাদের পরবর্তী ধাপে যেতে হবে। সেমিফাইনালে প্রচন্ড গরম ও আর্দ্রতার মধ্যে যা পরিশ্রম করেছে তা প্রশংসারই মতো।"
শনিবার ঘরের মাঠে আইএসএল ফাইনাল। সমর্থনের কোনও অভাব হবে না। রবিবার সেমিফাইনালে সমর্থন নিয়েও মুখ খুলেছেন মোহনবাগান কোচ। তিনি বলেন, "সমর্থকদের নিয়ে গর্বিত। সমর্থকরা যদি এভাবে পাশে থাকেন, পারফরম্যান্স এমনই ২৫ শতাংশ ভাল হয়। ফাইনালেও নিশ্চয় তাই হবে।"
রবিবার প্রথমার্ধে ২২ মিনিটে গোল করেন জেসন কামিংস। এরপর ৯০ মিনিট পর্যন্ত গোল হয়নি। অতিরিক্ত সময়ের দিকেই খেলা এগিয়ে যাচ্ছিল। ইনজুরি টাইমে মনবীরের মাইনাস থেকে গোল করেন সাহাল আবদুল সামাদ। সেই গোলেই ফাইনালে ওঠে সবুজ-মেরুন। আইএসএলের ইতিহাসে সেমিফাইনালে দ্বিতীয় লেগে নামলে জয়ী না হয়ে ফেরেননি কোচ হাবাস। রবিবারও সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখলেন তিনি। ইতিমধ্যেই ফাইনালের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি।