Kolkata Metro Rail: অফিস টাইমে মেট্রো বিভ্রাট, দীর্ঘক্ষণ বন্ধ পরিষেবা! কার্নিভালের রাতে অতিরিক্ত পরিষেবা

Updated : Oct 15, 2024 12:49
|
Editorji News Desk

অফিস টাইমে মেট্রো বিভ্রাট। যান্ত্রিক সমস্যার জন্য মঙ্গলবার সকালে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দীর্ঘক্ষণ পরিষেবা সাময়িক বন্ধ হয়ে যায়। যার ফলে সমস্যায় পড়েন অফিস যাত্রীরা। 

মঙ্গলবার সকাল ৯টা ১০ নাগাদ আচমকা মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়। এরপর মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বিদ্যুৎ পরিবাহী লাইনে সমস্যার জন্যই সাময়িক বন্ধ থাকে পরিষেবা। প্রায় এক ঘণ্টা পর পরিষেবা ফের স্বাভাবিক হয়। 

মঙ্গলবার রয়েছে দুর্গাপুজো কার্নিভাল। রেড রোডে বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে ওই অনুষ্ঠান। দুর্গাপুজো কার্নিভালের জন্য বাড়তি রেক চালাবে কলকাতা মেট্রো। আগেই রাজ্য সরকারের তরফে অতিরিক্ত রেক চালানোর অনুরোধ করা হয়েছিল। তারপরই এই সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। 

সপ্তাহের সাত দিনই কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর মন্দির থেকে শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৪০-এ। এরপর বিশেষ মেট্রো চালানো হয় রাত ১০টা ৪০ মিনিটে। কিন্তু কার্নিভালের দিন অর্থাৎ মঙ্গলবার রাতে ৩টি অতিরিক্ত রেক চালানোর কথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

যে তিনটি রেক অতিরিক্ত চলবে সেগুলি দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে ছাড়বে রাত ১০টা, ১০টা ২০ এবং ১১টায়। অন্যদিকে ১০টা ৪০-এর স্পেশাল মেট্রো যেমন দৈনিক চালানো হয় তেমনই চলবে। 

কেন এই সিদ্ধান্ত? 
বিকাল সাড়ে ৪টে থেকে কার্নিভাল শুরু হলেও শেষ হতে হতে তা রাত ১০টা-সাড়ে ১০টা বাজবে বলে মনে করা হচ্ছে। ফলে সেই সময় রাস্তায় বাসের সংখ্যাও কম হয়। সেই কারণে অতিরিক্ত মেট্রো চালানোর ভাবনা চিন্তা করেছিল রাজ্য। তারপরই মেট্রো কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত রেক চালানোর আবেদন জানানো হয়। 

এই বছরের দুর্গা কার্নিভালে অংশ নেবে ১০০টিরও বেশি পুজো কমিটি। শুধু কলকাতা শহর নয়, শহরতলিরও একাধিক পুজো কমিটি অংশ নেবে মা কার্নিভালে। 

ইতিমধ্যে রেড রোডজুড়ে কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিগত বছরগুলির তুলনায় এই বছপ বিদেশি অতিথির সংখ্যা থাকবে অনেক বেশি। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দফতর থেকে জানানো হয়েছে, চলতি বছরে যে সমস্ত পুজো কমিটিগুলি বিশ্ববাংলা শারদ সম্মান পেয়েছে তারা প্রত্যেকেই কার্নিভালে উপস্থিত থাকবে। ইতিমধ্যে কলকাতার একাধিক পাঁচতারা হোটেলে অনেক বিদেশি পর্যটক চলে এসেছেন বলে খবর পাওয়া গিয়েছে।  

Metro

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর