প্রশাসনিক সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার তাঁর পরবর্তী সফরের তালিকায় রয়েছে উত্তরবঙ্গ । গত কয়েকদিন টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত পাহাড় । তিস্তায় জল বাড়ছে । ভাঙছে জাতীয় সড়ক । বিভিন্ন এলাকায় ধস নামছে । নবান্ন সূত্রে খবর, উত্তরবঙ্গের দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখতেই ঝটিকা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী । সেখানে জেলা প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন । বৈঠকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিকে, সোমবার উত্তরবঙ্গ থেকে ফিরেই জেলাশাসক, সরকারি হাসপাতালগুলির সুপার ও অধ্যক্ষদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর
নবান্ন সূত্রে খবর,রবিবার বিকেল ৪টে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী । সেখান থেকে উত্তরকন্যায় আসবেন। ওইদিনই বিকেল ৫টায় প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর । সব জেলা প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন তিনি । পুজোর মুখে দুর্যোগ পরিস্থিতি কীভাবে সামাল দেবেন, সেই বিষয়েই পরামর্শ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকের পর উত্তরকন্যা লাগোয়া কন্যাশ্রীতে রাত্রিবাস করবেন । সোমবার সকালেই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী ।
উল্লেখ্য, টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ । ধস নেমেছে দার্জিলিং, কিংবা কালিম্পংয়ের বিভিন্ন রাস্তায় । ফুঁসছে তিস্তা । জল ক্রমশ বাড়ছে । ১০ নং জাতীয় সড়কের পরিস্থিতি খুবই খারাপ । বন্ধ হয়ে গিয়েছে রাস্তা । ভেঙে পড়েছে ঘর-বাড়ি । রবিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে । এর আগে মেদিনীপুর, হুগলি, বীরভূম-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী । এবার উত্তরবঙ্গ যাচ্ছেন তিনি।
পর্যালোচনা বৈঠক
সোমবার উত্তরবঙ্গ থেকে ফিরেই নবান্নে মন্ত্রিসভার বৈঠক রয়েছে । ওই বৈঠকের পরই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছে । বৈঠকে উপস্থিত থাকবেন জেলাশাসক, বিভিন্ন দফতরের জেলা আধিকারিক, রাজ্যের সব সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের সুপার এবং অধ্যক্ষরা । ভার্চুয়াল মাধ্যমে তাঁরা বৈঠকে উপস্থিত থাকবেন । জানা গিয়েছে, আর জি করের ঘটনার পর সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রী । এছাড়া,পুজোর আগে সুরক্ষা নিয়ে রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিচ্ছে, জরুরি পরিস্থিতি সামলাতে কী কী পদক্ষেপ করা হবে ও বিভিন্ন জেলার রাস্তাঘাটের অবস্থা নিয়েও বৈঠকে আলোচনা হবে ।
উল্লেখ্য, সোমবার থেকে ফের রাজ্যজুড়ে কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট । সোমবার সুপ্রিম কোর্টে হতে চলেছে আরজি কর মামলার শুনানি। তার আগে সাগর দত্তের ঘটনায় হাসপাতালের মধ্যে ফের ডাক্তারদের নিরাপত্তার প্রশ্নকেই হাতিয়ার করলেন জুনিয়র ডাক্তারদের নেতারা। শনিবার রাতে জেনারেল বডির বৈঠকের পর জানানো হয়েছে, হাসপাতালের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে সোমবার রাজ্য সরকার কী জানায় এবং শীর্ষ আদালত কী বলে তা দেখার পরই তাঁরা বিকেল থেকে কর্মবিরতিতে যাবেন।