বিজেপি নেতা নূপুর শর্মা ও নবীন জিন্দলের আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে এই বিজেপি নেতাদের গ্রেফতারির দাবি করে দেশের স্বার্থে সমস্ত সম্প্রদায়কে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। টুইটারে মমতা লিখেছেন, সম্প্রতি কয়েকজন ভয়াবহ বিজেপি নেতা ঘৃণা ছড়ানোর জন্য যে মন্তব্য করেছেন তাকে আমি নিন্দা করি। এতে দেশে যেমন হিংসা ছড়াবে তেমনই আমাদের দেশের সাম্প্রদায়িক বুনন ও শান্তি নষ্ট হবে। তিনি একটি টুইটে লেখেন, বৃহত্তর স্বার্থে আমি সমস্ত ধর্ম, বর্ণের ভাই, বোনদের অনুরোধ করছি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করছি।
তিনি আরও লেখেন, "সম্প্রতি কিছু বিজেপি নেতার নৃশংস এবং ঘৃণ্য মন্তব্যের প্রবলভাবে বিরোধিতা করছি। এর ফলে দেশজুড়ে যে শুধু হিংসা ছড়াচ্ছে এমনটাই নয়। আমাদের দেশের শান্তি ও সংহতির ক্ষেত্রেও এটা প্রভাব ফেলছে।"
তিনি লেখেন, "আমি অভিযুক্ত বিজেপি নেতাদের অবিলম্বে গ্রেফতার চাই।"
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটে জনগণের বৃহত্তর স্বার্থে সব ধর্ম, বর্ণ, জাতির মানুষকে শান্তি বজায় রাখারও আবেদন জানিয়েছেন। নূপুর শর্মা, নবীন জিন্দলের মন্তব্য ও টুইট নিয়ে বেজায় সমস্যায় পড়েছে শাসকদল বিজেপি। যদিও এখনও পর্যন্ত এই প্রসঙ্গে একটি শব্দও উচ্চারণ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই মোদী সরকারের উপরই চাপ বাড়িয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারির দাবি তুললেন মুখ্যমন্ত্রী।