Mamata-Anubrata : মঙ্গলে বীরভূমে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, একইদিনে ডেরায় ফিরছেন অনুব্রত, দেখা কি হবে ?

Updated : Sep 23, 2024 08:02
|
Editorji News Desk

মাস চারেক আগের কথা । বীরভূমে তখন লোকসভা ভোটের প্রচার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বীরভূমের 'বাঘ' অনুব্রত মণ্ডল সেইসময় তিহাড় জেলে বন্দী । একাধিক প্রচারসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে বারবার উঠে এসছে কেষ্ট নাম । তিনি বলেছিলেন, 'মাটির ছেলে কেষ্ট ।... প্রশাসনিক বৈঠকে গিয়ে দেখতাম, কীভাবে কাজ করত ।' মমতা বন্দ্যোপাধ্যায় এও জানিয়েছিলেন, ইলেকশনের পর ঠিক অনুব্রত-কে ছেড়ে দেওয়া হবে । ভোট ইতিমধ্যেই মিটেছে । নতুন সরকার গঠনের দুই মাস পর তিহাড় জেল থেকে ছাড়াও পাচ্ছেন অনুব্রত মণ্ডল । মঙ্গলবারই বীরভূমে ফেরার কথা তাঁর । এদিকে,ওই দিনই বীরভূমে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । তাহলে কি ওইদিন কেষ্ট-র সঙ্গে কি দেখা করবেন মুখ্যমন্ত্রী ? এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে । 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সফর শুরু করেছেন । সোমবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । বর্ধমান জেলা প্রশাসন সূত্রে খবর, জেলাশাসকের কনফারেন্স হলে বৈঠকটি হবে । বন্যাপ্লাবিত এলাকার ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠকে আলোচনা  হবে বলে জানা গিয়েছে । প্রশাসনিক বৈঠক শেষে দুর্গাপুরে যাবেন মুখ্যমন্ত্রী । সেখানেই রাতে থাকবেন । পরদিন অর্থাৎ মঙ্গলবার বীরভূমের উদ্দেশে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেও একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি । উল্লেখ্য, সোমবারই তিহাড় থেকে ছাড়া পেতে পারেন অনুব্রত মণ্ডল ।

২০২২ সালের ১১ অগাস্ট গরুপাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে । দীর্ঘ তল্লাশির পর তাঁকে প্রথম গ্রেফতার করে সিবিআই । গ্রেফতারের পর একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল । গরু পাচার মামলায় তাঁকে গ্রেফতার করে ইডিও । সিবিআইয়ের মামলায় আগেই জামিন পান অনুব্রত । তারপর ইডির মামলাতেও তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট । 

জানা গিয়েছে, আইনি কাগজপত্র জমা না পড়ায় তাঁর মুক্তি সম্ভব হয়নি । তবে, সোমবারই তিহাড় থেকে ছাড়া পাচ্ছেন বলে খবর । জেল থেকে বেরিয়ে সরাসরি দিল্লি বিমানবন্দরে যাবেন অনুব্রত মণ্ডল। সেখান থেকে বিমান ধরে কলকাতা নেমে সেখান থেকে বীরভূম পৌঁছবেন তিনি।

লোকসভা ভোটের প্রচারসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,'কেষ্ট আজ আমাদের মধ্যে নেই । তাঁকে তাঁর মেয়েকে বন্দী করে রেখেছে । দেখবেন ইলেকশনের পর ছেড়ে দিয়েছে । ইচ্ছে করে রেখে দেওয়া হয়েছে । যাতে সে তৃণমূল না করতে পারে । ইলেকশনের আগে যাতে না বেরতে পারে ।' অনুব্রত-র আগেই জামিন পেয়েছেন তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও ।

Mamata Banerjee

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর