Nirmal Majhi on Mamata Banerjee: 'দিদিই মা সারদা', সংখ্যাতত্ত্ব মিলিয়ে দাবি তৃণমূল বিধায়ক নির্মল মাজির

Updated : Jul 05, 2022 06:52
|
Editorji News Desk

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্য়েই মা সারদাকে খুঁজে পেলেন নির্মল মাজি। সোমবার এক অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীকে শুধু আবেগের বশে ‘মা সারদা’ বলে সম্বোধনই করেই ক্ষান্ত হননি তিনি, নিজের মন্তব্যের পক্ষে যুক্তিও দিয়েছেন পাণিহাটির এই তৃণমূল নেতা। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে তাঁর অন্যতম সঙ্গী হলেন এই নির্মল মাজি (Nirmal Maji)। তবে গত মাসেই একাধিক অভিযোগের জেরে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হয়। কিন্তু দল তথা দলনেত্রীর প্রতি তাঁর কর্তব্য, নিষ্ঠা এতটুকু যে ক্ষুণ্ণ হয়নি, তা তাঁর মন্তব্যেই স্পষ্ট করেছেন নির্মল। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ‘দিদি’ অন্ত প্রাণ নির্মল মাজি মুখ্যমন্ত্রীর জন্য প্রাণ দিতেও তৈরি থাকেন। সেই ধারণাই যেন আরও একবার প্রকট হয়ে উঠল। 

আরও পড়ুন- Roddur Roy out of jail: জেল থেকে বেরিয়েই মোক্সার জয়গান ইউটিউবার রোদ্দুর রায়ের, মানবাধিকার নিয়েও স্লোগান

সোমবার এক অনুষ্ঠানে নির্মল মাজি দাবি করেন, ‘দিদিই মা সারদা!’ এ নিয়ে তাঁর ব্যাখ্যা, “মৃত্যুর দিনকয়েক আগে বিবেকানন্দর কয়েকজন সতীর্থ মহারাজকে মা সারদা বলেছিলেন, পরবর্তীতে কালীঘাট মন্দির এলাকায় মনুষ্যরূপে জন্ম নেব। সেই জন্মের পর ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে সামাজিক কাজের সঙ্গে যুক্ত হব। রাজনৈতিক কাজকর্মও করব।”

এরপরই তিনি মমতাকে মা সারদা বলার পক্ষে যুক্তি করে যোগ করেন, “সময়, সংখ্যাতত্ত্ব মিলিয়ে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) মা সারদা। কারণ দুর্গাপুজোর অষ্টমী-নবমী তিথির সন্ধিক্ষণে তাঁর জন্ম। দিদি মা সারদা, দিদিই সিস্টার নিবেদিতা, দিদিই ঘরের দুর্গা।” 

উল্লেখ্য, কামারহাটির বিধায়ক মদন মিত্রও মমতার মধ্যে ঐশ্বরিক ক্ষমতার বলে দাবি করেছিলেন। আবার মানস ভুইঞাঁও মমতাকে তুলনা করেছিলেন মা দুর্গার সঙ্গে। আর এদিন সরাসরি নির্মল মাজি দাবি করলেন, মমতাই মা সারদা। 

TMCNirmal MajhiWest BengalSarada DeviMamata Banerjee

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর