বাজেয়াপ্ত করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি। লোকসভা ভোটের আগে মঙ্গলবার শিলিগুড়িতে এই দাবি করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারা করেছে, তা স্পষ্ট না করলেও তবে এই ঘটনার পিছনে যে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে, তা স্পষ্ট করেছেন মমতা।
এদিন তিনি বলেন, তাঁর উপর বিজেপির ভীষণ রাগ। তাতে তিনি বিজেপিকে ভয় পান। এর সঙ্গে তাঁর অভিযোগ, “অভিষেক তো ইয়ং ছেলে। বিয়ে করেছেন। বউ আছেন, দুই ছেলেমেয়ে আছে। বাড়িতে বসে থাকলে তো খাবার আসবে না। কিছু তো করতে হবে। ও একটা ব্যবসা করত। সব সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে।”
রাজনৈতিক মহলের মতে, এই অভিযোগের মধ্যেই মমতা বিজেপিকেই আক্রমণ করেছেন। কারণ, তিনি বলেন, “আমি আগে কখনও এই কথা বলিনি। কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। আমাদের যা আছে নিয়ে নাও। কিন্তু লোকতন্ত্র কেড়ে নেবেন না।”