চা বাগানে ভালুক ধরার জন্য পাতা হয়েছিল খাঁচা, আর তাতেই এবার ধরা পড়ল আস্ত চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে। ঘটনার জেরে বিপুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। শুক্রবার রাতে ওই খাঁচায় ধরা পড়ে চিতাবাঘ।
বন দফতর সূত্রে খবর, ওই এলাকায় ভালুক আতঙ্ক ছিলই। সেই কারণেই প্রায় সপ্তাহ দুয়েক আগে বাগানের ১২ ও ১৩ নাম্বার সেকশনের মধ্যবর্তী এলাকায় বনদফতরের তরফে ওই খাঁচা পাতা হয়। শুক্রবার ভোরে হঠাৎই এলাকার লোকজন চিতা বাঘের গর্জন শুনতে পায়। এরপর কাছে গিয়ে দেখা যায় খাঁচায় ধরা পড়েছে একটি চিতা বাঘ।
এরপর খবর দেওয়া হয় বন দফতরে। বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘ গরুমারায় নিয়ে যায়। তবে ভালুকের কোনও হদিশ মেলেনি এখনও। বন দফতর সূত্রে খবর, চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সে একদম সুস্থ থাকায় তাকে শনিবার সকালেই গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।