বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপির সাসপেন্ডেড জাতীয় মুখপাত্র নূপুর শর্মাকে (Nupur Sharma) হাজিরা দিতে বলেছিল কলকাতার দুই থানা। এবার কলকাতা পুলিশ (Kolkata Police) নূপুর শর্মার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি করল।
কলকাতার আমহার্স্ট স্ট্রিট এবং নারকেলডাঙা থানা সমন পাঠিয়ে হাজিরা দিতে বলেছিল নূপুর শর্মাকে। কিন্তু নূপুর হাজিরা দিতে আসেননি। জীবনের ঝুঁকি রয়েছে জানিয়ে কলকাতা পুলিশের থেকে চার সপ্তাহ সময় চেয়েছিলেন। কলকাতা পুলিশকে এই সংক্রান্ত একটি ইমেল পাঠিয়েছিলেন নূপুর। ইমেলে জানিয়েছিলেন, তিনি চার সপ্তাহ পরে নারকেলডাঙা থানায় হাজিরা দিতে পারবেন।
Amaravati Murder:নূপুর শর্মার বক্তব্য সমর্থনের পর অমরাবতীতে এক ব্যক্তিকে কুপিয়ে খুন, এনআইএ তদন্ত
কিন্তু চার সপ্তাহ সময় পেরিয়ে গেলেও তিনি হাজিরা দেননি। তাই এবার লুকআউট নোটিস জারি করল কলকাতা পুলিশ। উল্লেখ্য, নূপুরের বিতর্কিত মন্তব্যের পরে দেশের নানা প্রান্তে বিক্ষোভ হয়। তাঁর বিরুদ্ধে দেশের অনেক রাজ্যে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। নারকেলডাঙা থানা এমনই এক অভিযোগের ভিত্তিতে নূপুরকে ২০ জুনের মধ্যে সশরীরে হাজিরা দিতে বলেছিল। ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় নোটিস পাঠানো হয়েছিল নূপুরকে।
উল্লেখ্য, বিতর্কিত মন্তব্যের জেরে সুপ্রিম কোর্ট শুক্রবার বিজেপি নেত্রী নূপুরকে ভর্ৎসনা করে। শীর্ষ আদালত বলে, নূপুরের গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল।