ছাত্রছাত্রীদের জীবনে সব পরীক্ষাই গুরুত্বপূর্ণ । তবে,বড় পরীক্ষা বললে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের কথাই মাথায় আসে । সময়ের সঙ্গে সঙ্গে পরীক্ষার ধরনে বদল এসেছে । ৪০ বছর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতিটা বিষয়ে দু'টো পেপার ছিল । আর এখন একটাই । প্রশ্নের ধরনও বদলেছে । যেমন ২০২৫ সালে বার্ষিক ব্যবস্থায় শেষবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে । পরবর্তী শিক্ষাবর্ষ থেকে সিমেস্টার পদ্ধতি চলে আসছে উচ্চ মাধ্যমিকে । আবারও একাধিক বদল আসবে দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় । তার আগে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে শিক্ষা সংসদ । একইসঙ্গে বেশ কিছু নিয়ম-বিধিও প্রকাশ করা হয়েছে ।
প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ
ডিসেম্বরেই হবে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা । ২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা হবে । একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শিক্ষা সংসদের তরফে । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট ১৯ দিনের মধ্যে রাজ্যের সব স্কুলগুলিকে স্বাস্থ্য, শারীরশিক্ষা-সহ সব বিষয়গুলির পরীক্ষা নিতে হবে । সংসদের তরফে প্রশ্ন এবং উত্তরপত্র বণ্টন করা হবে ২৭ নভেম্বর । ৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষা সংসদের পোর্টালে সব উত্তরপত্র আপলোড করতে হবে ।
কী কী নিয়ম ?
প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে, সেগুলি কী কী দেখে নেওয়া যাক...
প্র্যাকটিক্যাল পরীক্ষার নিয়ম
বিভাগীয় শিক্ষকই সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা নিতে পারবেন
কোনও বিষয়ের শিক্ষক না থাকলে, অন্য স্কুল থেকে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে আনতে হবে
স্কুলের প্রধানশিক্ষকের অনুমতি নিতে হবে
গত বছর প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াকে চলতি বছর আর পরীক্ষা দিতে হবে না
উত্তরপত্রে সই থাকতে হবে সংশ্লিষ্ট পরীক্ষক ও স্কুলের প্রধান শিক্ষকের
উত্তরপত্র শিক্ষা সংসদের পোর্টালে আপলোড করতে হবে
উত্তরপত্র জমা না দেওয়া পর্যন্ত স্কুলের লকারে সুরক্ষিত রাখতে হবে
চলতি বছর যাঁরা একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছেন, তাঁরা সেমেস্টারের নিয়মে পড়াশোনা শুরু করেছেন । চারটে সেমেস্টার হবে । একাদশ শ্রেণিতে দু'টো । আর দ্বাদশ শ্রেণিতে দু'টো । একাদশ শ্রেণির প্রথম সেমেস্টার হবে ২০২৪ সালের নভেম্বর মাসে । ২০২৫ সালের মার্চে হবে দ্বিতীয় সেমেস্টার ।
দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টার হবে ২০২৫ সালের নভেম্বরে । সেখানে প্রশ্ন থাকতে পারে এমসিকিউ ধরনের । আর মার্চে দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষায় ব্যাখ্যামূলক প্রশ্ন থাকতে পারে । দ্বাদশ শ্রেণির দু’টো সেমেস্টারের পরীক্ষা মূল্যায়ন করে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করা হবে ।
উল্লেখ্য, ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে পুরনো নিয়মে । তারপর থেকে বদলে যাবে নিয়ম । সেক্ষেত্রে বলা চলে, আগামী বছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার মাধ্যমে একটা যুগের অবসান হতে চলেছে । আগামী বছর কবে, কোন দিন পরীক্ষা, দেখে নিন একনজরে
৩ মার্চ থেকে শুরু হচ্ছে পরীক্ষা । চলবে ১৮ মার্চ পর্যন্ত ।
২০২৫ উচ্চ মাধ্যমিক সূচি
৩ মার্চ- প্রথম ভাষার পরীক্ষা
৪ মার্চ - হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিকস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপ্ররেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার - ভোকেশনাল সাবজেক্ট
৫ মার্চ - দ্বিতীয় ভাষা
৬ মার্চ - অর্থনীতি
৭ মার্চ - ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি
৮ মার্চ - কম্পিউটর সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিস্যুয়াল আর্টস
১০ মার্চ - কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি এবং সোশিয়োলজি
১১ মার্চ - কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক এবং ফরাসি
১৩ মার্চ - অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি এবং ইতিহাস
১৭ মার্চ - বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ এবং পলিটিক্যাল সায়েন্স
১৮ মার্চ - স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট