সপ্তাহ খানেক আগেই ‘দানা’র দাপটে জেরবার হতে হয়েছে। লাগাতার ভারী থেকে অতিভারী বৃষ্টিতে বাংলার উপকূল সহ দক্ষিণবঙ্গ ভিজেছে। এমনকি দুর্গাপুজোর আগেও পিছু ছাড়েনি বৃষ্টি। এদিকে বৃহস্পতিবার কালী পুজো, রবিবার ভাইফোঁটা, বঙ্গবাসীর মনে প্রশ্ন একটাই এই মরশুমও কি ভেস্তে দিতে পারে বৃষ্টি? ভাইফোঁটার বাজার, কালী পুজোর আতস বাজি পোড়ানোর আনন্দ কি মাটি হবে? ব্যাগে কি ছাতা রাখতে হবে কালী পুজোতেও?
কালী পুজো-ভাইফোঁটায় বৃষ্টি?
এই আবহে খুব একটা আশার কথা শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। কালীপুজো ও দীপাবলিতে কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। দক্ষিণ এবং উত্তর দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কালী পুজোতে বৃষ্টি হলেও ভাইফোঁটায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শুক্রবার, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে।
হাওয়া বদল খুব শিগগির:
এদিকে অক্টোবর শেষ হতে চলল, বঙ্গে এখন ভরা হেমন্তের শিরশিরানি। দুপুর হলেই কড়া মিঠে রোদ। রাতের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আবহাওয়ার বড়সড় বদল দেখা যাবে। উত্তর অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝাও সক্রিয় হচ্ছে। কোনও কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর জেরে। তবে এই মুহূর্তে ভারী দুর্যোগের সম্ভাবনা নেই।