অনিকেত মাহাতো, আলোক বর্মার পর এবার অনুষ্টুপ মুখোপাধ্যায়। অনশন মঞ্চে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন জুনিয়র ডাক্তার অনুষ্টুপ। শনিবার রাতেই তাঁকে ভর্তি করা হল কলকাতা মেডিক্যাল কলেজে। সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। অনুষ্টুপের গ্যাস্ট্রিক ব্লিডিং শুরু হয়েছিল বলে জানা গিয়েছে। তাঁর ব্লাড ট্রান্সফিউশন করতে হতে পারে বলে জানা গিয়েছে।
অনশনের ১৭০ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর শনিবার সন্ধ্যা থেকেই পেটে খুব যন্ত্রণা শুরু হয় তাঁর। শারীরিক পরীক্ষা করার পর ওযুধও দেওয়া হলেও পেটে যন্ত্রণা কমেনি। রাত ১১টা নাগাদ গ্রিন করিডোর করে অনুষ্টুপকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্যপরীক্ষা করার পর তাঁকে সিসিইউতে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।
অনুষ্টুপের চিকিৎসার জন্য ৮ চিকিৎসকের একটি মেডিক্যাল টিম গঠিত হয়েছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, অনুষ্টুপের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কটমুক্ত নয়। তাঁকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
দশ দফা দাবিতে গত ৫ অক্টোবর থেকে আমরণ অনশন চলছে। ধর্মতলার অনশনমঞ্চে এখনও অনড় বাকি আন্দোলনকারীরা। শারীরিক অবস্থার অবনতি ঘটলেও মনোবল এখনও অটুট। গত শনিবার রাত থেকে আমরণ অনশনে বসেছিলেন তনয়া পাঁজা, স্নিগ্ধা হাজরা, সায়ন্তনী ঘোষ হাজরা, অনুষ্টুপ মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় এবং পুলস্ত্য আচার্য। রবিবার অনশনে যোগ দেন অনিকেত। শুক্রবার অনশনে যোগ দিয়েছেন আরও দুই জুনিয়র ডাক্তার পরিচয় পাণ্ডা বং আলোলিকা ঘড়ুই। উত্তরবঙ্গে অনশনে বসেছিলেন আলোক বর্মা এবং শৌভিক।