নারী নির্যাতনের অভিযোগ নিয়ে চলতি বছরের জানুয়ারি মাস থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালি। তারপর সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। (ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা)। তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়, সন্দেশখালিতে নারী নির্যাতনের ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত। এবং এরজন্য দায়ী BJP। এরপর সোমবার তৃণমূল কংগ্রেসের তরফে সন্দেশখালির ত্রিমোহিনী এলাকায় মিছিল করা হয়। এবং সেখানে জমায়েত করেন প্রচুর মহিলা।
এদিনের মিছিলে নেতৃত্ব দেন সন্দেশখালির তৃণমূল কংগ্রেস বিধায়ক সুকুমার মাহাত। আজকের মিছিলে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, শুভেন্দু অধিকারী চক্রান্ত করে সন্দেশখালি নিয়ে মিথ্যা ঘটনা সাজিয়েছে।
সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ সামনে আসার পর কার্যত কোণঠাসা হয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু ভিডিও ভাইরাল হতেই ফের তাদের নতুন উদ্য়োমে দেখা গেল। ফেরিঘাট থেকে ত্রিমোহিনী এলাকায় মিছিল করেন মহিলারা। মিছিল শেষে সভা করেন তাঁরা। শুভেন্দুর অধিকারীর শাস্তির দাবি তোলা হয়।