নিহত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার বিকেলে আনিসের আমতার বাড়িতে যাওয়ার সময় তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র খুনের ঘটনার পর ৪২ পরেও আসল ঘতনা সামনে আসেনি, দোষীদের শাস্তি হয়নি। আনিসের পরিবারের দাবি মেনে সিবিআইয়ের হাতে তদন্তভারও তুলে দেওয়া হয়নি। তীব্র বাধার মুখে আনিসের বাড়িতে ঢুকতে না পেরে ফিরে যেতে হল মন্ত্রীকে। যদিও ফিরহাদ হাকিমের দাবি, যাঁরা বিক্ষোভ দেখিয়েছে, তাঁরা সকলেই বহিরাগত।
বগটুই কাণ্ডে আনারুল হোসেনের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের
আমতার (Amta) খাঁ পাড়া অর্থাৎ নিহত ছাত্রনেতা আনিস খানের গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের জন্য যাচ্ছিলেন ফিরহাদ হাকিম। কিন্তু সেখানে প্রবেশের আগেই রাস্তায় তাঁর গাড়ি ঘিরে ধরেন স্থানীয় বাসিন্দারা। ‘গো ব্যাক’ স্লোগান ওঠে। গাড়ি থেকে নামতেই পারেননি মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর দেহরক্ষীরা বিক্ষোভকারীদের হঠানোর চেষ্টা করলেও লাভ হয়নি বিশেষ।