কয়লা পাচার (Coal Scam Case) কাণ্ডে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে (Moloy Ghatak) নোটিস দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate/ED)। আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এর আগেও মলয়কে নোটিস দেয় ইডি। কোভিড পরিস্থিতিতে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন রাজ্যের আইনমন্ত্রী।
গত জানুয়ারি মাসে মলয়কে নোটিস দেয় ইডি। ২ ফেব্রুয়ারি তাঁকে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়। পাল্টা চিঠি দিয়ে কোভিড পরিস্থিতির কথা বলে সময় চেয়ে নেন মলয়।
ইডি সূত্রে খবর , মলয়কে খুব বেশি সময় দেওয়া হয়নি। ৮ ফেব্রুয়ারিই তাঁকে হাজিরা দিতে হবে। ইডি সূত্রে খবর, এই মামলায় অন্য সাক্ষীদের সঙ্গে মলয়ের বয়ান মিলছে না। আর্থিক লেনদেনের বিষয়ে তাঁর নাম উঠে এসেছে একাধিক বার। তাতে বেশ কিছু নতুন প্রশ্ন উঠে এসেছে। তার জন্যই ফের মলয়কে জেরা করতে চান তদন্তকারীরা।