আসন্ন লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ফের প্রার্থী হতে পারেন টলিউডের সুপারস্টার দীপক অধিকারী (দেব)। রবিবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই ইঙ্গিত দিয়েছেন৷ শনিবার তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব। সেই বৈঠকেই বরফ গলেছে।
২০১৪ থেকেই দেব ঘাটালের তৃণমূল সাংসদ। কিন্তু সম্প্রতি তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেওয়ার পর জল্পনা শুরু হয়, রাজনৈতিক জীবনে ইতি টানতে চলেছেন তিনি।
রবিবার 'প্রধান' ছবির সাকসেস পার্টি থেকেই দেব জানান,
তিনি ভোটে দাঁড়াতে চাননি। কিন্তু শনিবার মমতা এবং অভিষেক তাঁক ঘাটাল নিয়ে এমন একটি প্রস্তাব দিয়েছেন, যেটি তিনি বিশ্বাস করেছেন। দেবের কথায়, "দিদি ও অভিষেক আমাকে যে কথা দিয়েছেন, তাতে আশা করছি ২০২৪ সালে জিতে ঘাটালের মানুষের জন্য করতে পারব।"
দেবকে তৃণমূলে রাখতে আগ্রহী ছিলেন স্বয়ং মমতা।
সম্প্রতি একটি বৈঠকে তারকা-সাংসদকে তিনি ‘দলের সম্পদ’ বলে মন্তব্য করেন মমতা। অবশেষে জটিলতা কাটল। দেব তৃণমূলেই থাকছেন। তৃণমূলের টিকিটেই লড়বেন লোকসভায়।