রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তপ্ত বীরভূম (Birbhum)। শাসক দল তৃণমূলকে (TMC) কোনঠাসা করতে বুধবার ঘটনাস্থলে যাওয়ার কথা বিরোধী দলের নেতাদের (Opposition Leaders)। মঙ্গলবার রাতেই রামপুরহাটের উদ্দেশে রওনা দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu) ও রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammad Salim)। বুধবার বামফ্রন্টের প্রতিনিধিদল যাবে রামপুরহাটের বগটুই গ্রামে। বুধবার সকালে গ্রাম পরিদর্শন করার কথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ (Bhadu Sheikh) খুনের ঘটনায় অগ্নিগর্ভ রামপুরহাটের বগটুই গ্রাম। মোট ১০টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মৃত্যুর সংখ্যা নিয়েও দ্বন্দ্ব শুরু হয়েছে। বুধবার রাজ্য পুলিশের ডিজির (West Bengal DG) কাছে প্রয়োজনীয় নিরাপত্তা নিয়ে রামপুরহাট যাওয়ার অনুমতি নেবেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তারপরই বগটুই গ্রামের উদ্দেশে রওনা দেবেন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং ও অন্য নেতারা।
আরও পড়ুন: রামপুরহাটের গোলমাল শুরু যাঁর হত্যায়, কে সেই ভাদু শেখ?
এদিকে রামপুরহাট, আনিস খান হত্যাকাণ্ড সহ একাধিক ইস্যু নিয়ে বুধবার বিকেলে জনসভার ডাক দিয়েছে বামেরা। শ্যামবাজারের জনসভায় থাকবেন মহম্মদ সেলিম। শিয়ালদহে আরেকটি জনসভায় থাকছেন সূর্যকান্ত মিশ্র ও বিমান বসু।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কেন এই ঘটনা, তা নিয়ে তদন্ত করবে সিট। এডিজি আইনশৃঙ্খলার নেতৃত্বে ৩ সদস্যের সিট গঠন হয়েছে ইতিমধ্যেই। সরিয়ে দেওয়া হয়েছে রামপুরহাটের আইসি ও এসডিপিও-কে।’ ঘটনায় এমনটাই জানিয়েছেন ডিজিপি।