চিনে বেড়েই চলেছে করোনা সংক্রমণ (Covid-19) । এদিকে, ভারতেও করোনার নয়া সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে । এই পরিস্থিতিতে উদ্বেগে রাজ্য । আজই করোনা (Coronavirus) নিয়ে স্বাস্থ্যভবনে বৈঠক বসছে । কোভিড বিশেষজ্ঞ কমিটির সদস্যদের নিয়ে বৈঠক হবে বলে জানা গিয়েছে । বড়দিন, বর্ষবরণে আগামী কয়েকদিনে নিকো পার্ক, ইকো পার্ক সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষের ভিড় হয়। তার আগে বাড়তি সতর্ক রাজ্য সরকার (Covid-19 meeting)।
কোভিড পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী নিজেই করোনা নিয়ে একটি নজরদারি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন । আজকের বৈঠকে থাকছে কোভিড পরামর্শদাতা কমিটি । ইতিমধ্যেই ফের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । আজকের বৈঠকে সাধারণত, রাজ্যের কোভিড পরিস্থিতি (Covid Situation) কেমন, সংক্রমণ বাড়লে তা মোকাবিলা করার কী ব্যবস্থা রয়েছে, তা নিয়েই মূলত আলোচনা হবে বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন, Covid 19 New variant: সর্দি হয়েছে? করোনার নয়া ভ্যারিয়ান্ট নয় তো? সতর্ক করছে কেন্দ্র
উল্লেখ্য, আজই করোনা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বুধবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক সেরেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) । মাস্ক থেকে টিকাকরণ সবের উপরেই জোর দেওয়া হয়েছে।