Mamata Banerjee : উত্তরবঙ্গ থেকে ফিরেই পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী, এবারও প্রথম যেতে পারেন শ্রীভূমিতে

Updated : Sep 28, 2024 23:49
|
Editorji News Desk

একদিকে প্রবল বৃষ্টি। অন্যদিকে ধস। এই পরিস্থিতি রবিবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে মঙ্গলবার তিনি যেতে পারেন শ্রীভূমির পুজো উদ্বোধনে। গত কয়েক বছর দেখা গিয়েছে, দেবীপক্ষের সূচনার আগে উত্তর শহরতলীর এই ক্লাবের পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না বলেই প্রাথমিক ভাবে দাবি করেছেন এই পুজোর উদ্যোক্তা ও রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। 

দোসরা অক্টোবর এবার মহালয়া। কার্যত ওই দিন থেকেই পুজো শুরু হয়ে যাবে কলকাতায়। কারণ, দেবীপক্ষের সূচনাতেই কলকাতা ও রাজ্যের একাধিক পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কিছু পুজোর উদ্বোধন তিনি প্রতিবারের মতো এবারও ভার্চুয়ালি করতে পারেন। 

তবে শ্রীভূমি ক্লাবের উদ্যোক্তা সুজিত বসু জানিয়েছেন, মঙ্গলবার মণ্ডপে এসে এই পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পুজো উদ্বোধনের পাশাপাশি দমকলের কয়েকটি কিছু গাড়ির উদ্বোধন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। গত বছরও এই পুজোর উদ্বোধন করতে এসে ভিড় নিয়ন্ত্রণে কড়া দাওয়াইয়ের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, রাস্তা আটকে পুজো করা চলবে না। 

এবার রামমন্দিরের থিমে সাজবে শ্রীভূমির মণ্ডপ। ২০২২ সালে এই পুজো বন্ধ করে দিতে হয়েছিল পুলিশকে। বুর্জ খালিফা করে লোক টানতে গিয়ে দেখা দিয়েছিল বিপত্তি। লেজারের আলো নিয়ে আপত্তি তুলেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। তাই এবার আগাম সতর্ক শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। 

Mamata Banerjee

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর