Mamata Banerjee : স্পেন সফর কেন, জানালেন মুখ্যমন্ত্রী, বিমানে ওঠার আগে ঘুরে দেখলেন বিশ্ব বাংলা স্টল

Updated : Sep 12, 2023 11:55
|
Editorji News Desk

মঙ্গলবার স্পেনের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু, কেন তাঁর এই স্পেন সফর, কেন বিদেশ সফরে এই দেশকে বেছে নিলেন, বিমানবন্দরে দাঁড়িয়ে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী । সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান,  স্পেন থেকে বারবার এখানে আসে, কিন্তু এখান থেকে কেউ যায় না, তাই স্পেনকে বেছে নেওয়া হয়েছে এবার । মুখ্যমন্ত্রী আরও জানান, প্রদীপ জ্বালানোর আগে প্রদীপে তেল ভরতে সেখানে যাচ্ছেন  । 

এদিন, সকালের বিমানে স্পেনে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ।সকাল সাড়ে ৮টা নাগাদ দুবাইগামী (Dubai) বিশেষ বিমান ছাড়ার কথা ছিল। কিন্তু, বিমান ছাড়তে দেরি করে প্রায় দেড় ঘণ্টা । মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে পৌঁছে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "স্পেন আমাদের এখানে বইমেলায় এসেছিল। ওখানে নির্মাণশিল্প-সহ ভাল ভাল কিছু শিল্প রয়েছে। ওরা বার বার আমাদের এখানে আসে, আমরা যাই না। ওদেরই আমন্ত্রণে আমরা যাচ্ছি । দেখা যাক কী হতে পারে । "

কোনও চমক কি অপেক্ষা করছে বাংলার জন্য ? সংবাদমাধ্যমের এমন প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব, চমক তো পরে। প্রদীপ জ্বালানোর আগে প্রদীপে তো তেল ভরতে হয়। সেই জন্যই যাচ্ছি। "

জানা গিয়েছে, স্পেনের উদ্দেশে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে বিশ্ব বাংলা স্টলে যান । সেখানেই মাটির দুর্গামূর্তিতে রং ছোঁয়ালেন মুখ্যমন্ত্রী । ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে ।

৫ বছর পর বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে প্রতিনিধিদল। দমদম থেকে প্রথমে দুবাই-এর বিমান, সেখানে ১৮ ঘণ্টার বিশ্রাম। সেখান থেকে আবার স্পেনের বিমান। আপাতত ১২ দিন দেশের বাইরে থাকবেন মমতা। ২৩ সেপ্টেম্বর ফেরার কথা রয়েছে তাঁর ।

Mamata BanerjeeSpain

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর