Chiranjeet Chakraborty : 'এত মৃত্যু! বাঙালি হিসেবে আমি লজ্জিত', হিংসা নিয়ে মন্তব্য চিরঞ্জিতের

Updated : Jul 11, 2023 12:31
|
Editorji News Desk

হুমায়ুন কবীর, সৌগত রায়ের পর এবার পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসা ও মৃত্যুর ঘটনায় ক্ষোভ উগড়ে দিলেন চিরঞ্জিত চক্রবর্তী । গোটা বিষয়টা নিয়ে তিনি বেশ 'লজ্জিত' বলে জানিয়েছেন । তাঁর শুধু একার নয়, সমস্ত বাঙালির লজ্জা । বিধায়কের কথায়, এত মৃত্যু তো হওয়ার কথা ছিল না,উচিৎ-ও নয়, আর কেনই বা হবে । ভোটে হিংসা,মৃত্যু বঙ্গ রাজনীতিতে ট্রাডিশনাল হয়ে গিয়েছে । যদিও, হিংসার ঘটনায়, নিজের দলকে দায়ী করতে রাজি নন তিনি । 

নির্বাচনের অশান্তি নিয়ে আগেই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর । সেইপ্রসঙ্গেই বাংলায় ভোটে হিংসা নিয়ে প্রশ্ন করা হয় চিরঞ্জিতকে । জবাবে অভিনেতা-বিধায়ক বলেন, "বাঙালি হিসেবে কে লজ্জিত নন,বলুন তো!সকলেই লজ্জিত।আমি নিজেও লজ্জিত।এরকম তো হওয়ার কথা নয়!হওয়া উচিত নয়!মৃত্যু কেন হবে?এটা যেমন বাস্তব।" মাঝে মাঝে বিদেশেও যেতে হয় অভিনেতাকে । সেই প্রসঙ্গ টেনে আক্ষেপের সুরে চিরঞ্জিত বলেন, ‘আমিও বিদেশে যাই, সেখানেও লোকে এই কথা বলবে। ভাল লাগবে না সেগুলো শুনতে।’

আরও পড়ুন, WB panchayet result : বাড়ছে অশান্তি , বনগাঁয় 'মাথা ফাটল' তৃণমূলের ২ কর্মীর, হাবড়ায় আক্রান্ত CPM
 

বিধায়কের সংযোজন,"ভোটে হিংসা, মৃত্যু বঙ্গ রাজনীতিতে ট্র্যাডিশন হয়ে গিয়েছে । এটা অনেক বছর ধরে হয়ে আসছে। নতুন কিছু নয় ।" এই প্রসঙ্গেই ৩৪ বছরের বাম শাসনকেও টেনে আনেন তিনি । চিরঞ্জিত বলেন, "আমি যেটা উপলব্ধি করেছি,৩৪ বছর ধরে রাজত্ব করার পরও এরকমই শাসকদল বুঝতে পেরেছিল,ইচ্ছে করলেই ভোটে জেতা যায় না । কারণ,২৩৫ আসন পেয়েও বামেদের হারতে হয়েছিল পরের ভোটে । এটাই বাস্তবতা ।তাই,মানুষ যখন সত্যি সত্যি ঘুরে যাবে । কাউকে প্রত্যাখ্যান করবে । তখন কিন্তু এভাবেও(রিগিং,ছাপ্পা ভোট)ভোটে জিততে পারবে না । যেটা বামফ্রন্ট করেও একসময় জিততে পারেনি ।" অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন যে, ছাপ্পা ভোটে সরকার গড়া সম্ভব নয়।  

উল্লেখ্য, সম্প্রতি,  ভোটে হিংসার ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন হুমায়ুন কবীর । বলেন, বলেছেন, ‘সিস্টেম’ পাল্টানোর চেষ্টা করেও কাজের কাজ হচ্ছে না। আর এই সিস্টেম বদলের জন্য সকলকেই উদ্যোগেী হতে হবে । তিনি বলেন, 'বাঙালি হিসেবে লজ্জিত, মর্মাহত, মাথা হেঁট হয়ে যাচ্ছে লজ্জায়। আর কতদিন এসব চলবে, যুগের পর যুগ চলে যাচ্ছে, কিন্তু আমরা পাল্টাতে পারছি না। আমি অত্যন্ত ক্ষুব্ধ । অভিষেক বলেছিলেন বিরোধী প্রার্থীরা যেন মনোনয়ন দিতে পারে। আমি নিজে থেকেই বিরোধীদের মনোনয়ন দিয়েছিলাম। এত খুনোখুনি, মারামারি, কেন জিরো করতে পারছি না ?' 

Chiranjit

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর