খিদের জ্বালায় কান্নাকাটির করার মাশুল। ৫ বছরের এক শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ সোনারপুরে। মৃতের ৩ বছরের বোনও গুরুতর আহত অবস্থায় ভর্তি এনআরএস হাসপাতালে। দুটি ঘটনাতেই অভিযুক্ত পিসেমশাই। এই নৃশংস ঘটনার সাক্ষী থাকলেন সোনারপুরের বেনিয়া বউ এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রসেনজিৎ মণ্ডলকে।
পুলিশ সূত্রে খবর, ওই দুই শিশুকন্যার মা ও পিসি কলকাতায় পরিচারকের কাজ করেন। দিন চারেক আগে দুই শিশুকে পিসেমশাইয়ের জিম্মায় রেখে বাড়ি ছাড়েন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার খিদের চোটে দুই বোন কান্নাকাটি শুরু করলে ৫ বছরের শিশুকন্যার মাথা ধরে সজোরে দেওয়ালে ঠুকে দেন পিসেমশাই। তারপরও রাগ না কমায় শ্বাসরোধ করে খুন করা হয় তাকে। শ্বাসরোধের চেষ্টা হয় ৩ বছরের শিশুরও। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
আরও পড়ুন- TMC Leader Suicide : ছেলের জন্মদিনে ঝুলন্ত দেহ উদ্ধার বাবার, তৃণমূল নেতার মৃত্যুতে ধোঁয়াশা