RG Kar : দ্রোহের কার্নিভ্যাল প্রত্যাহারের আর্জি, ফের চিঠি দিয়ে ডাক্তারদের কোন কথা মনে করালেন মুখ্যসচিব ?

Updated : Oct 13, 2024 22:18
|
Editorji News Desk

মঙ্গলবারের 'দ্রোহের কার্নিভাল' প্রত্যাহারের আবেদন জানিয়ে চিকিৎসকদের ফের চিঠি দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ । রবিবার জোড়া ইমেল করলেন মুখ্যসচিব । প্রথম ইমেলে চিকিৎসক সংগঠনগুলিকে বৈঠকে আহ্বান জানান । আর দ্বিতীয় বৈঠকে দ্রোহের কার্নিভাল প্রত্যাহারের আর্জি জানান । কারণ একইদিনে রয়েছে দুর্গাপুজোর কার্নিভ্যালও । সেক্ষেত্রে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে । সেই প্রসঙ্গে  হাইকোর্টের ১১ অক্টোবরের একটি নির্দেশও উল্লেখ করেছেন তিনি । একইসঙ্গে অনশন প্রত্যাহারের আর্জি জানিয়েছেন মুখ্যসচিব ।

উল্লেখ্য, আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে এবং অনশনরত জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি জানিয়ে রানি রাসমণি রোডে ‘দ্রোহের কার্নিভাল’ ডেকেছিল ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’। যেখানে কার্নিভাল রয়েছে, তার ঠিক কয়েক মিটার দূরত্বেই রেড রোড । যার ফলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে । সেকারণেই কার্নিভাল না করার আবেদন জানিয়েছেন পন্থ । 

মনোজ পন্থ ইমেলে লেখেন, পুজো কার্নিভাল একটি বড় অনুষ্ঠান। হাজার হাজার মানুষ সেই অনুষ্ঠানে যোগ দেন। সেই সময় ‘দ্রোহের কার্নিভাল’-এর কারণে দুর্গাপুজোর কার্নিভালে আসা মানুষদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে । এছাড়া হাইকোর্টের নির্দেশ অমান্য হবে ।

কোন নির্দেশের কথা বলছেন মুখ্যসচিব ?

ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপে স্লোগান দেওয়ার অভিযোগে ধৃত ন’জনকে জামিন দেওয়ার সময় হাইকোর্টের বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, রাজ্য সরকারের পুজোর কার্নিভালে কোনও রকম ব্যাঘাত সৃষ্টি করা যাবে না বা কোনওরকম বিক্ষোভ প্রদর্শন করা যাবে না । এদিন এই নির্দেশের কথাই মনে করিয়ে দিয়েছেন মুখ্যসচিব ।

Manoj

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর