পশ্চিমবঙ্গে (West Bengal) বিধানসভা নির্বাচন (Assembly Election) পরবর্তীকালে যাঁরা ঘরছাড়া হয়েছেন, তাঁদের ঘরে ফেরাতে হবে। এই বিষয়ে প্রশাসনকে সক্রিয় হতে হবে৷ এমনই নির্দেশ দিল আদালত।
নির্বাচন পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফেরানোর পাশাপাশি তঁরা যাতে শান্তিতে বসবাস করতে পারেন সেটাও নিশ্চিত করতে হবে প্রশাসনকে। রাজ্য পুলিশের (West Bengal Police) ডিজি এবং আইজিকে এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ভোট পরবর্তী হিংসায় যাঁরা বাড়িছাড়া হয়ে থাকার অভিযোগ জানিয়েছেন প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।
হাইকোর্টে বিচারাধীন এই মামলায় আদালতের দৃষ্টি আকর্ষণ করে পিটিশন জমা দিয়েছিলেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। ঘর ছাড়াদের তথ্য আদালতে জমা দেন তিনি। তাঁর দাবি, এখনো পর্যন্ত ৩০৩ জন হলফনামা দিয়ে অভিযোগ জানিয়েছেন। DGP এবং IG কে এদের নিরাপত্তার পাশাপাশি এরা যাতে শান্তিপুর্ণ ভাবে বসবাস করতে পারে সেটা নিশ্চিত করতে হবে বলে জানান বিচারপতি।