ফের বোমাবাজির(Garia Bomb Blast) ঘটনায় আতঙ্ক ছড়ালো নরেন্দ্রপুর থানা এলাকায়। সোমবার রাত ২টো ৩০ মিনিট থেকে ২টো ৪০ মিনিটের মধ্যে দফায় দফায় বোম ফাটার শব্দে ঘুম ছুটে যায় স্থানীয়দের। মঙ্গলবার সকালেই গড়িয়া রেলস্টেশন(Garia Rail Station) লাগোয়া ঢালুয়া নবপল্লি এলাকা থেকে মেলে তিনটি তাজা বোমা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বিশ্বকাপের মরশুম চলায় এলাকাবাসী প্রথমে ওই আওয়াজ পটকা বা বাজির ভেবে তেমন মাথা ঘামাননি। কিন্তু পরে শব্দের তীব্রতায় বুঝতে পারেন তা আদতে পটকা-বাজি নয়, বরং বোমা(Narendrapur Bomb Blast)। দুষ্কৃতীরা স্থানীয় শিশু উদ্যান ও প্রাথমিক স্কুল লক্ষ্য করে একাধিক বোমা ছোড়ে বলেই খবর। এরপর সকালে বোমা উদ্ধার হতেই চাঞ্চল্য শুরু হয় এলাকায়। পরে নরেন্দ্রপুর থানার(Narendrapur Police Station) পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
আরও পড়ুন- TMC Worker Shot: পঞ্চায়েত ভোটের আগে গোসাবায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, অভিযোগ দলের একাংশের বিরুদ্ধে
উল্লেখ্য, গত শুক্রবার এই নরেন্দ্রপুরের(Narendrapur Bomb Blast) দাসপাড়ায় একদল নাবালককে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ চাঞ্চল্য ছড়ায়। এমনকি ওই ঘটনায় পাঁচ নাবালক জখম হয় বলেও অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার একটি ঘরে বোমা মজুতের সময় নাবালকরা দেখে ফেলে। তার ফলেই আক্রান্ত হতে হয় ওই পাঁচ নাবালককে। যদিও ওই ঘটনার তদন্তে নেমে সাত দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ(Police arrest Seven Goons)।