শুভ্রা ঘোড়ুইকে (Shubhra Ghorui) ‘প্রকৃত মহিষাসুরমর্দিনী’ বলে আখ্যা দিলেন বিজেপির আইটি বিভাগের সর্বভারতীয় প্রধান তথা রাজ্যে সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya) । তাঁর মতে, এই মহিলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যূত করতে পারবেন । মঙ্গলবার থেকে রাজ্য-রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শুভ্রা ঘোড়ুই । জোকা হাসপাতাল থেকে বেরোনার সময় পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) দিকে জুতো ছুঁড়েছিলেন ওই মহিলা ।
টুইটে একটি ভিডিও পোস্ট করেন অমিত মালব্য । সেখানে দেখা যাচ্ছে, খালি পায়ে হেঁটে যাচ্ছেন শুভ্রা । তাঁর এই হেঁটে যাওয়ার ভিডিয়োর সঙ্গে দেবী দুর্গার তুলনা টেনেছেন তিনি । লিখেছেন, "এই মহিলাই 'প্রকৃত মহিষাসুরমর্দিনী', যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতার সিংহাসন থেকে নীচে টেনে নামাতে পারবে অর্থাৎ ক্ষমতাচ্যূত করবেন । তৃণমূলের সমস্ত দুর্নীতির বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে বাংলার প্রতিরোধের প্রতীক ।
মঙ্গলবার জোকা ইএসআই থেকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বের করা হচ্ছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। সেখানেই স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছিলেন ওই মহিলা। পার্থকে দেখা মাত্রই তিনি নিজের পা থেকে দু’পাটি জুতো খুলে পর পর ছুড়ে মারেন। অবশ্য ততক্ষণে গাড়িতে উঠে পড়েছেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব। খালি পায়ে হাঁটতে হাঁটতেই হাসপাতাল চত্বর ছাড়েন ওই মহিলা। পরে পার্থের গায়ে জুতো না লাগার জন্য আফসোস করে শুভ্রা বলেন, ‘‘জুতোটা ওঁর টাকে লাগলে শান্তি পেতাম।’’