Sub Inspector Suspended : 'কর্তব্যে গাফিলতি', সাসপেন্ড বারাবনির SI, পুলিশমন্ত্রীর নির্দেশের পরেই তৎপরতা

Updated : Nov 22, 2024 11:01
|
Editorji News Desk

নির্দেশেই পরেই কাজ। 
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হল পশ্চিম বর্ধমানের বারাবনি থানার সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলকে। তাঁর বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ রয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে। 

টাকার বিনিময়ে রাজ্য বালি থেকে কয়লা পাচারে সাহায্য করছে পুলিশের নিচুতলার একাংশ। নবান্নে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের পুলিশমন্ত্রীও বটে। পুলিশমন্ত্রীর নিশানায় পুলিশ হওয়ার পরেই তৎপরতা শুরু হয় প্রশাসনিক মহলে। মমতার অভিযোগ ছিল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মিশে পুলিশের একাংশ টাকা খেয়ে চুরিতে সাহায্য করছে। এটা তিনি বরদাস্ত করবেন না। 

কী অভিযোগ রয়েছে মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে ? 

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বারবনি থানার এসআইয়ের বিরুদ্ধে কর্তব্য গাফিলতির অভিযোগ উঠেছিল। বিভাগীয় তদন্তও চলছিল। ওয়াকিবহাল মহলের মতে, নবান্ন থেকে পুলিশমন্ত্রী কড়া বার্তার পর আর দেরি করতে চায়নি কমিশনারেট। 

সাসপেনশনে থাকার সময় মূল বেতনের অর্ধেক পাবেন ওই পুলিশ আধিকারিক। তবে অন্যান্য ভাতা তিনি পাবেন বলে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত ওই এসআই-কে পুলিশের কাজে ব্যবহৃত জিনিসপত্র আসানসোল পুলিশ লাইনে জমা দিতে বলা হয়েছে।

নবান্ন থেকে আরও একটি ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বদলে দেবেন সিআইডির খোলনলচে। এই বার্তা পাওয়ার পর জেলায় তৎপরতা শুরু করেছে সিআইডিও। একই সঙ্গে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স এবং দুর্নীতি দমন শাখাকে আরও শক্তিশালী করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর