দিল্লির মসনদ থেকে পদত্যাগ করলেন অরবিন্দ কেজরিওয়াল। নতুন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। বাংলার পর আরও এক রাজ্য মহিলা মুখ্যমন্ত্রী পেল। এতদিন দিল্লির শিক্ষামন্ত্রী ছিলেন অতিশী। পাশাপাশি, অর্থ, পূর্ত, রাজস্ব দফতর ছিল তাঁর হাতে।
রবিবার দিল্লির এক জনসভায় কেজরি জানিয়েছিলেন, 'মানুষের রায়ে জিতে আসার আগে আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না।' রবিবারই পদত্যাগের ঘোষণা করেন কেজরিওয়াল। তাই মঙ্গলবার ঘোষিত হলো দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম।
মঙ্গলবার সাড়ে ১১ টায় পরিষদীয় বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে অতিশীর নাম ঘোষণা করলেন অরবিন্দ কেজরীওয়াল। বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র জমা দেবেন অরবিন্দ।
দিল্লির আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি কেজরীওয়াল। ৬ মাস পর গত ১৩ সেপ্টেম্বর, জামিনে মুক্তি পাওয়ার পরেই আম আদমি পার্টির (আপ) প্রধান কেজরীওয়াল ঘোষণা করেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন। দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল কেজরিওয়ালের ঘোষণার পরেই। কেজরীওয়ালের উত্তরাধিকারী হিসাবে পাঁচ জন আপ বিধায়কের নাম উঠে এলেও শেষমেশ সেই দৌড়ে সকলকে পিছনে ফেলে দিলেন অতিশী।