অভিযোগের পাহাড়ের শেষ হল রাজ্যের ছয় কেন্দ্রের উপ-নির্বাচন। সিতাই থেকে হাড়োয়া, এই ছয় কেন্দ্রে গড়ে ভোট পড়েছে ৬০ শতাংশের বেশি। এরমধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে বাঁকুড়ার তালড্যাংরায়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোট শুরু থেকে শেষ পর্যন্ত তাদের কাছে মোট ৭৫টি অভিযোগ জমা পড়েছে। এরমধ্যে ৬৬টি অভিযোগ বিজেপির।
২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই ছয় কেন্দ্রের ভোটকে সেমিফাইনাল বলে দাবি করেছে রাজনৈতিক মহল। এই ম্যাচে এদিন সবার নজর ছিল উত্তরবঙ্গের মাদারিহাট ও উত্তর ২৪ পরগনার হাড়োয়ার দিকে। সকাল থেকে এই দুটি কেন্দ্র ছিল সরগরম।
সকালে হাড়োয়ার একটি বুথ থেকে আইএসএফ এজেন্টদের বার করে দেওয়ার অভিযোগ ওঠে। দুপুরে একটি বুথ থেকে বিরোধী দলের প্রার্থীকে বার করে দেওয়ার অভিযোগ ওঠে। মাদারিহাটে বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ করে হামলার অভিযোগ ওঠে।
সকালের দিকে নৈহাটিতে উত্তেজনা থাকলেও বেলা বাড়তে তা কমে যায়। তবে নৈহাটিতে ভোটের মধ্যেই সরগরম হয় ভাটপাড়া। ভোটের মধ্যেই জগদ্দলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে। চায়ের ঠেকে খুন হন তৃণমূল নেতা অশোক সাউ। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।
তুলনামূলক ভাবে অনেক শান্ত ছিল মেদিনীপুর এবং তালড্যাংরা। ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে এদিনের ভোটে পাহাড়ায় ছিল রাজ্যের সশস্ত্র পুলিশ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ না উঠলেও বিরোধীদের নিশানায় ছিল কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, বেশ কিছু ঘটনায় নিষ্ক্রিয় ছিল বাহিনী।