নির্বাচনের আগে বলেছিলেন খেলা হবে। সেই ভাগ্যের খেলায় মাত্র ৬ টাকার টিকিট কেটে এক কোটি টাকার লটারি (Lottery) জিতলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)! তবে ভাগ্য পালটাবে, নাকি দুর্ভাগ্য আসবে, তা এখনই ঠিক করে কিছু বলা যাচ্ছে না। একটি লটারি সংস্থার ওয়েবসাইটে ছবি দিয়ে তাঁর নাম প্রকাশিত হয়েছে। আর তাতেই ঘটেছে বিপদ। নতুন বিতর্কে জড়ালেন বীরভূমের জেলা সভাপতি।
এদিন দুপুর একটায় ডিয়ার লটারির বিজয়ীর নাম ঘোষণা হয়েছে। Lottrysambadresult.in এই ওয়েবসাইটে দেখা যাচ্ছে, এক কোটি টাকা জিতেছেন অনুব্রত মণ্ডল। বাড়ি বীরভূম (Birbhum)। পাশে ছবিটিও তাঁর। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি অনুব্রত মণ্ডল। ঘনিষ্ঠ মহলে লটারি জেতার বিষয়টি অস্বীকার করেছেন তিনি। তাঁর সহকারীরাও এখনও কিছুই জানেন না। তাহলে কীভাবে তার নাম এল লটারি সাইটে! এই প্রশ্নের সদুত্তর এখনও মেলেনি।
আরও পড়ুন: বাইরে কথা, মদনকে সতর্ক করল তৃণমূল 'ক্ষোভের কথা জানাবো কাকে?' পাল্টা কামারহাটির বিধায়কের
ডিয়ার লটারিতে অনেক লোক লটারি কেটে রাতারাতি বড়লোক হয়েছে। বীরভূমেও কয়েকদিন আগে এক শ্রমিক লটারি জেতেন। বিভিন্ন পেশার লোকজনের ভাগ্য ফিরেছে। কিন্তু জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। এভাবে লটারি বিজেতা হিসেবে নাম বেরোলে কী জবাব দেবেন দলকে! তা নিয়েই শুরু হয়েছে চাপানউতোর।