বিচারককে মাদক মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগের ঘটনায় ফের মুখ খুললেন অনুব্রত মণ্ডল । বুধবার আদালতে যাওয়ার পথে তিনি জানান, এই ঘটনায় তিনি নিজেই আদালতে সিবিআই তদন্ত চাইবেন । বুধবার ফের আসানসোল আদালতে পেশ করে হবে অনুব্রত মণ্ডলকে । এদিনই, তাঁর ১৪ দিনের সিবিআই হেফাজত শেষ হচ্ছে । সিবিআই সূত্রের খবর, আদালতে অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের আবেদন করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের জামিন না হলে খোদ বিচারককেই মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ ওঠে অনুব্রত-র বিরুদ্ধে । এমনকি, বিচারকের কাছে সেই হুমকি চিঠি এসেছে বলে অভিযোগ । এই নিয়ে মঙ্গলবারই অনুব্রত দাবি করেছিলেন দাবি, ওটা বিজেপির চক্রান্ত । বুধবার আসানসোল আদালত যাওয়ার পথে আবারও এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি । তখনই অনুব্রত বলেন, ‘‘আমি জজসাহেবকে বলব। যারা জজসাহেব সম্পর্কে বলেছে । আমি সিবিআই তদন্ত চাইব।’’ এরপরই অনুব্রতকে প্রশ্ন করা হয়, বিচারককে হুমকি চিঠির পরেও কি জামিন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী? অনুব্রতের জবাব, ‘‘সেটা আদালত বলবে।’’
এদিন, দলের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে । তাঁর স্পষ্ট জবাব, মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, অনেক করেছেন ।
উল্লেখ্য, অনুব্রতর জামিন চেয়ে একটি আবেদন এসে পৌঁছয় সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারকের কাছে । সিবিআই সূত্রের দাবি, একটি চিঠি দিয়ে বলা হয়েছে, ‘গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জামিন দিন, নয়তো সপরিবার মাদক মামলায় ফাঁসানো হবে।’ আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারপতি রাজেশ চক্রবর্তী গত ২০ অগাস্ট এই হুমকি চিঠি পেয়েছেন বলে অভিযোগ। সোমবারই বিষয়টি জেলা জজকে জানান তিনি। পরে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও এ ব্যাপারে অবহিত করেন তিনি।