এক গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ১ নম্বর ব্লকের গানিরহাট এলাকায়। ওই মহিলার স্বামীকেও খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। অভিযুক্তের নাম জানা যায়নি।
জানা গিয়েছে, রাতে ঘুমনোর সময় ওই গৃহবধূর আপত্তিকর ভিডিয়ো গোপনে রেকর্ড করেন অভিযুক্ত যুবক। অভিযোগ, এরপর সেই ভিডিয়ো নিয়ে দিনের পর দিন মহিলাকে উত্যক্ত করতে থাকেন তিনি। ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এখানেই শেষ নয়, ওই ভিডিয়ো ইন্টারনেটে আপলোড করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এবং একাধিকবার ধর্ষণ করা হয় বলেও অভিযোগ।
ঘটনার প্রতিবাদ করেন ওই গৃহবধূর স্বামী। তাঁর গলাতেও ছুরি ধরেছিলেন বলে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। মুখ খুললে খুন করে দেওয়া হবে বলেও একাধিকবার জানানো হয়।
এর পরেই ভাঙড় থানায় অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনায় এক নবছরের শিশু কন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। সেই ঘটনার পর উত্তাল হয়েছিল কুলতলি। থানা ভাঙচুর থেকে শুরু করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল।
অন্যদিকে ভূপতিনগরেও এক বধূকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্তকে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা। এদিকে RG কর কাণ্ডের পর একের পর এক নারী নির্যাতনের ঘটনার জেরে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।