Titagarh Bomb Blast: টিটাগড় বিস্ফোরণে তৎপর পুলিশ, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৪

Updated : Sep 25, 2022 12:14
|
Editorji News Desk

টিটাগড়ে স্কুলের ছাদে বোমা বিস্ফোরণের (Titagarh Bomb Blast) ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ওই চার যুবকের নাম মহম্মদ আয়রন, শেখ বাবলু, মহম্মদ সাদিক এবং রোহন। ধৃত যুবকদের প্রত্যেকেই স্থানীয়। প্রত্যেকের বয়স ১৮-১৯ বছরের আশপাশে।

পুলিশ সূত্রের খবর, বোমা বিস্ফোরণের ঘটনায় শনিবার একজনকে আটক করে। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনের নাম উঠে আসে। রবিবার ভোরে অভিযান চালিয়ে ওই তিনজনকেও আটক করা হয়। এরপর চারজনকেই জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে টিটাগড় থানার পুলিশ। ঠিক কেন এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল, এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে চারজনকে জিজ্ঞাসাবাদ করে সেই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ। 

শনিবার সকাল ১১টা থেকে ১২টার মধ্যে ঘটনাটি ঘটে । টিটাগড়ের (Titagarh School Bomb blast) সাউথ স্টেশন রোডের ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে তখন সেকেন্ড পিরিয়ডের ক্লাস চলছিল । যে শিক্ষক-শিক্ষিকাদের ক্লাস ছিল না, তাঁরা স্টাফ রুমে ছিলেন । সেইসময় হঠাৎ বিস্ফোরণের তীব্র আওয়াজ । আতঙ্কে পড়ুয়াদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় । শিক্ষক-শিক্ষিকারা ভেবেছিলেন বাইরে কোথাও হয়েছে । কিন্তু, বাইরে বেরিয়ে দেখতে পান, ছাদের উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে । দেখা যায় স্কুলের ছাদে সিঁড়ির অংশে বিস্ফোরণ ঘটেছে। 

বিস্ফোরণের তীব্রতায় স্কুলের ছাদের একটি অংশ উড়ে যায় । শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও আতঙ্ক ছড়ায় । ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় । টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । সেইসঙ্গে বিস্ফোরণের পর ছড়িয়ে ছিটিয়ে থাকা স্প্লিন্টার উদ্ধার করে তারা। 

TitagarhWest Bengal

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর